Durga Puja 2024 : শুরু কাউন্টডাউন, চলতি বছর দুর্গাপুজো কবে ? জানুন নির্ঘন্ট, রইল ৫ সেরা পুজোর থিমের খোঁজ

Updated : Jul 03, 2024 06:21
|
Editorji News Desk

বাঙালির বারো মাসে তেরো পার্বণ । বছরজুড়ে একের পর এক উৎসব লেগেই রয়েছে । মার্চে গিয়েছে দোল, জুলাই মাসে আবার রথযাত্রা । আর তারপই বাঙালির সবথেকে বড় উৎসব দুর্গাপুজো । আর কয়েকদিন পরেই বর্ষার কালো মেঘ কেটে উঁকি মারবে শরতের আকাশ,  ঘুম ভাঙবে শিউলি ফুলের গন্ধে,  নীল-সাদা মেঘের ভেলা, কাশফুলের সারি,শুরু হবে প্যান্ডেল বাঁধার কাজ, কুমারটুলির ব্যস্ততা,মহালয়ার স্তোত্রপাঠ, উমার আগমন আর তারপর পাঁচদিন কেটে যাবে হইহই করে । যার জন্য একবছরের অপেক্ষায় থাকে বাঙালি । 

২০২৪-এর দুর্গাপুজোর প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে । বড় বড় দুর্গাপুজোর ক্লাবে খুঁটিপুজো শুরু হয়ে গিয়েছে । অক্ষয় তৃতীয়ার দিনই বেশিরভাগ ক্লাবে খুঁটিপুজো সম্পন্ন । রথযাত্রার দিনও বহু ক্লাবে খুঁটিপুজো হবে । আবার এই রথযাত্রার দিনই ঠাকুরের বায়না হয় । সেক্ষেত্রে রথযাত্রার দিন থেকেই দুর্গাপুজোর জোরকদমে প্রস্তুতি শুরু হয়ে যায় । গত বছর দুর্গাপুজো ছিল অক্টোবরের শেষে । তবে, জানেন কি চলতি বছর কবে পড়েছে দুর্গাপুজো ?

একনজরে মহালয়া থেকে দশমী... পুজোর দিনক্ষণ জেনে নিন

মহালয়া

পিতৃপক্ষের অবসান হয়ে দেবীপক্ষের সূচনা । মহালয়ার ভোর শুরু হবে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে মহিষাসুরমর্দিনী শুনে । সকাল থেকেই ঘাটে ঘাটে চলবে তর্পণ । পিতৃপুরুষের উদ্দেশে শ্রদ্ধা নিবেদন করবেন বাঙালিরা । তারপরই শুরু মাতৃবন্দনা । এখন তো আবার মহালয়ার দিন থেকেই পুজোর উদ্বোধন শুরু হয়ে যায় । দেবীপক্ষের শুরুতেই উৎসবের আমেজে মেতে ওঠে বাঙালি । চলতি বছর মহালয়া পড়েছে গান্ধী জয়ন্তীর দিন, অর্থাৎ ২ অক্টোবর, বুধবার ।

মহাপঞ্চমী - ৮ অক্টোবর, মঙ্গলবার
মহাষষ্ঠী -  ৯ অক্টোবর, বুধবার 
মহাসপ্তমী - ১০ অক্টোবর, বৃহস্পতিবার
মহাষ্টমী - ১১ অক্টোবর,শুক্রবার 
মহানবমী - ১২ অক্টোবর,শনিবার 
মহাদশমী - ১৩ অক্টোবর, রবিবার 

দুর্গার আগমন ও গমন কীসে ?

পঞ্জিকা মতে, মনে করা হয়, দেবী কীসে আসছেন, আর কীসে যাচ্ছেন, তার উপর নির্ভর করে বাংলার পরিবেশ, প্রকৃতি ও সময়কাল । পাশাপাশি, প্রতিবার দুর্গাপুজোয় সপ্তমী ও দশমী কোন কোন বারে পড়েছে, তাও নির্ধারিত করে দেবী দুর্গার আগমন ও গমন । 

চলতি বছর, দেবী দুর্গার আগমন হচ্ছে দোলায় । শাস্ত্রমতে, দোলায় মায়ের আগমন মানে মড়ক । অর্থাৎ যার ফল শুভ নয়। দুর্ভোগ ও দুর্যোগের সম্ভাবনা থাকে । 
দেবীর কৈলাশে গমন হচ্ছে ঘোটকে । যার ফলও শুভ নয় । ছত্রভঙ্গ, ছন্নছাড়া, ধ্বংসাত্মক ফল হয় । অর্থাৎ শাস্ত্রমতে এবার দেবীর আগমন ও গমন...কোনওটাই শুভ নয় ।

দুর্গাপুজো মানেই এখন থিমের বাহার । সে প্রতিমা হোক কিংবা মন্ডপ সজ্জা । নতুন নতুন ভাবনার মোড়কে সেজে ওঠে দুর্গাপুজোর মণ্ডপ । তাই কোন পুজোর কোন থিম, তা জানার কৌতূহল থাকে বাঙালির মধ্যে । রথযাত্রার পর থেকেই জানা যাবে কোন মণ্ডপ কোন থিমে সেজে উঠবে । তবে. ইতিমধ্যেই বেশ কয়েকটি পুজো মণ্ডপের থিম কী হচ্ছে, তা জানা গিয়েছে । আজকের প্রতিবেদনে সেরকমই পাঁচ পুজোর থিমের খোঁজ রইল আপনাদের জন্য ।


একডালিয়া এভারগ্রিন

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা পুজোর মধ্যে অন্যতম একডালিয়া এভারগ্রিন । প্রয়াত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের পুজো নামেও পরিচিত ছিল । ৮২ বছরে পদার্পণ করল এবারের পুজো । এবার এই ক্লাবের থিম পুরীর জগন্নাথদেবের মন্দির । ইতিমধ্যেই খুঁটিপুজোর কাজ সম্পন্ন ।

হাজরা পার্ক দুর্গোৎসব

৮২ বছরে পদার্পণ করল হাজরা পার্ক দুর্গোৎসব । গত বছরের থিমে অটো চালকদের জীবন তুলে ধরা হয়েছিল মন্ডপ সজ্জায় । ব্যবহার করা হয়েছিল অটো টায়ার । এবারের থিম নারীকেন্দ্রীক । পোস্টারে দেখা গিয়েছে কয়েকটা লাইন, যেখানে লেখা ছিল মাগো তোমায় ছুঁলেই দোষ ।

টালা প্রত্যয়

উত্তর কলকাতার অন্যতম বড় পুজোর মধ্যে অন্যতম টালা প্রত্যয়-এর পুজো । প্রত্যেকবারই বিশেষ চমক থাকে এই পুজোয় । এ বছরও তার ব্যতিক্রম নয়। এবার তো আবার ৯৯ তম বর্ষ । ২০২৪ সালে টালা প্রত্যয়ের থিম 'বিমূর্ত'। খুঁটিপুজোর কাজ সম্পন্ন ।

দমদম পার্ক তরুণ সংঘ 

কলকাতার আরেকটি বিখ্যাত পুজো দমদম পার্ক তরুণ সংঘ । খুঁটিপুজো হয়ে গিয়েছে । এবারের থিম মুক্তধারা ।

কলকাতার বাইরে আরও একটি পুজো মণ্ডপ আলোচনায় থাকছে গত কয়ের বছর ধরে । টুইন টাওয়ার-এর আদলে মণ্ডপ তৈরি করে চমকে দিয়েছিল কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাব । এবার তাদের থিম ব্যাংককের ওয়াট অরুণ মন্দির । ওই মন্দিরের আদলে এবারের দুর্গোপুজো মণ্ডপ সাজানো হবে । মণ্ডপটিই ঝিনুক দিয়ে তৈরি হবে, যার উচ্চতা হতে চলেছে ১৫০ থেকে ১৫৫ ফুট । 

Durga Puja 2024

Recommended For You

editorji | লাইফস্টাইল

ঘটা করে আলাদা দিন, অথচ ছক ভাঙলেই প্রশ্নের মুখে মায়েরা! মাতৃদিবসের কড়া সত্যি এটাই

editorji | লাইফস্টাইল

Digha Jagannath Temple: পুরীর জগন্নাথ মন্দিরেই চৈতন্য দেবকে খুন করা হয়েছিল? জেনে নিন রোমহর্ষক কাহিনী

editorji | লাইফস্টাইল

Jagannath: জগন্নাথই কৃষ্ণ, আবার তিনি আদিবাসীদেরও দেবতা! রইল নানা অজানা তথ্য

editorji | লাইফস্টাইল

Darjeeling Day tour: এক দুপুরে দার্জিলিং...বৈশাখের দাপটে পাহাড়ের রানি যেন একটুকরো স্বর্গ

editorji | লাইফস্টাইল

Offbeat Tabakoshi: মিরিকের কাছেই চা বাগানে ঘেরা তাবাকোশি যেন এক টুকরো স্বর্গ