বছরভরের অপেক্ষা ফুরিয়েছে । দুর্গাপুজোয় মেতে উঠেছে বাঙালি । মহালয়া থেকেই শুরু হয়েছে প্যান্ডেল হোপিং । তৃতীয়া, চতুর্থী ইতিমধ্যেই শর্টেড । এদিকে, ফাঁকায় ফাঁকায় ঠাকুর দেখবেন বলে, অনেকে আবার পঞ্চমীতেই হোলনাইট প্ল্যান করেছেন । তবে, কী পরবেন, কীভাবে সাজবেন পঞ্চমীতে, এখনও ভেবে উঠতে পারেননি ? চতুর্থীর সাজগোজের টিপস দিয়েছিল এডিটরজি বাংলা । এবার পঞ্চমী স্পেশ্যাল লুক নিয়ে এল এডিটরজি বাংলা । কোন পোশাকের সঙ্গে কোন গয়না পরবেন, কেমন মেক-আপ থাকবে...খুঁটিনাটি সব টিপস রইল
পঞ্চমী স্পেশ্যাল লুক
পঞ্চমীর লুক হোক সাদা-মাটা অথচ ক্লাসি বা গর্জিয়াস । কীভাবে ? হাল ফিলালে কো-অর্ড সেট কিন্তু ভীষণভাবে ফ্যাশন-ইন । যেমন কম্ফোর্টেবল, তেমনই ফ্যাশনেবল । সকাল-সন্ধে প্যান্ডেল হোপিং হোক বা রাত জেগে ঠাকুর দেখা, পঞ্চমীতে আপনার লিস্টে রাখতে পারেন ওয়েস্টার্ন বা ট্র্যাডিশনাল কো-অর্ড সেট । এছাড়া সুতির ওয়ান পিস কিংবা কুর্তি-পালাজোর সেটও বেছে নিতে পারেন পঞ্চমীর জন্য ।
পুজোর পাঁচদিনই যাঁরা শাড়ি পরতে পছন্দ করেন, তাঁদের জন্যও রয়েছে পঞ্চমী স্পেশ্যাল টিপস । পঞ্চমীর রাতে কালারফুল শিফন শাড়ি কিংবা গামছা শাড়িতে লুক ক্রিয়েট করতে পারেন । এছাড়া লিস্টে হ্যান্ডলুম, মলমলের মতো শাড়ি তো থাকছেই ।
যে রাঁধে সে চুলও বাঁধে
পোশাক তো হল, হেয়ারস্টাইল কী হবে, তা ভাবতে গিয়ে মাথার ঘাম পায়ে ফেলার জোগার হয় অনেকের । পঞ্চমীতে চুলের জন্য মেসি বান ট্রাই করতে পারেন । ওয়েস্টার্ন লুক বা ট্র্যাডিশনাল...সবেতেই মানানসই । এছাড়া সাইড পাফ কিংবা হাফ পনিটেল অথবার চুল খোলা রেখে ব্রেড হেয়ারস্টাইলও দারুণ লাগবে
মেক-আপ
পঞ্চমীতে মেক-আপ হোক ছিমছাম । বেসিক মেক-আপের সঙ্গে হালকা কাজল, লিপস্টিক পরতে পারেন । এখন আবার নো- মেকআপ লুকও ট্রেন্ড করছে ।
গয়না
ওয়েস্টার্ন কো-অর্ড সেটের সঙ্গে বড় কালারফুল স্টোনের কানের দুল পরতে পারেন । হাতে থাকুক ঘড়ি । আর ট্র্যাডিশনাল কো-অর্ড হোক বা শাড়ি, গলায় শুরু চেনের সঙ্গে অক্সিডাইসের লকেট কিংবা স্টোনের লকেট, সঙ্গে মানানসই দুল লুককে সম্পূর্ণ করবে ।
জুতো
কো-অর্ড সেটের সঙ্গে স্নিকার্স ভাল মানাবে । শাড়ির সঙ্গে ফ্যান্সি হিল বা ফ্ল্যাট জুতো বেছে নিতে পারেন ।
ব্যাগ
স্লিং ব্যাগের চল এখন বেশি । ওয়েস্টার্ন ও ট্র্যাডিশনাল... যে কোনও পোশাকের সঙ্গে এই ধরনের ব্যাগ নিতে পারেন