দুর্গাপুজো আসতে আর বেশিদিন বাকি নেই । মণ্ডপে মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি । কুমোরটুলিতেও ব্যস্ততা তুঙ্গে । জামাকাপড় থেকে জুতো... দোকানে, শপিং মলে ক্রেতাদের ভিড় বাড়ছে । একইসঙ্গে ভিড় বাড়ছে পার্লারগুলিতে । পুজোর চার-পাঁচ দিন কীভাবে সাজবেন, সেই নিয়ে প্ল্যান থাকে বহুদিনের । পুজোর সাজে জামা, জুতো যেমন গুরুত্বপূর্ণ, তেমনই চুলের ছাঁটও । পুজোর আগে পার্লারে গিয়ে চুলটা না কাটালে পুজোর সাজ থেকে যায় অসম্পূর্ণ । চলতি বছর সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড করছে বেশ কিছু হেয়ারকাট । এবার পুজোয় আপনারাও বেছে নিতে পারেন ট্রেন্ডি হেয়ার কাট । কীভাবে চুল কাটবেন, কোন মুখে কেমন হেয়ারস্টাইল পুজোয় বেছে নেবেন, রইল টিপস ।
বাটারফ্লাই হেয়ারকাট
লম্বা মুখের জন্য সবথেকে মানানসই হেয়ারকাট বাটারফ্লাই । এই ধরনের হেয়ারস্টাইলে প্রচুর লেয়ার থাকে । অনেকটা প্রজাপতির ডানার মতো দেখাবে । এই হেয়ারকাট চুলের ভলিউম বজায় থাকে । লম্বা চুলেই এই হেয়ারকাট মানানসই ।
কার্টেন ব্যাঙ্গ
২০২৪ সালের আরও একটা ট্রেন্ডি হেয়ার কাট হল কার্টেন ব্যাঙ্গ । যে কোনও মুখে এই হেয়ারকাট মানানসই । সাধারণত লম্বা বা মাঝারি দৈর্ঘের চুলে কার্টেন ব্যাঙ্গ দারুণ লাগে । অবশ্যই এই হেয়ারকাটিংয়ের পর চুল খোলা রাখুন । এই হেয়ারকাট পুজোয় সব লাইমলাইট কেড়ে নিতে পারেন আপনি ।
লেয়ার হেয়ারকাট
খুব জনপ্রিয় একটি হেয়ারকাট । লম্বা চুলে লেয়ার খুবই ভাল লাগে । মাঝারি দৈর্ঘ্যের চুলেও লেয়ার মানানসই । আর গোল মুখে এই হেয়ারকাট ভাল লাগে ।
ছোট চুলের ক্ষেত্রে কোন কোন হেয়ারকাট ভাল মানাবে, এবার জেনে নেওয়া যাক
উল্ফ হেয়ারকাট
এবার পুজোয় লম্বা নয়, ছোট চুল চাইছেন ? তাহলে স্টাইলিশ ও ট্রেন্ডিং উল্ফ হেয়ারকাট বেছে নিতে পারেন । ছোট চুল বা মাঝারি দৈর্ঘ্যের চুলের জন্য এই ধরনের স্টাইল করতে পারেন । গোল মুখের জন্য উল্ফ হেয়ারকাট দারুণ মানাবে ।
বব হেয়ারকাট
ছোট চুলের জন্য আরও একটা ট্রেন্ডিং হল বব হেয়ারকাট । সব ধরনের মুখে এই ধরনের হেয়ারস্টাইল মানানসই । মধ্যম বা ছোট দৈর্ঘ্যের চুলের জন্য বব হেয়ারকাট বেছে নিতে পারেন ।