সামনেই পুজো (Durga Puja 2023)। অথচ মুখ ভরে গিয়েছে অবাঞ্ছিত লোমে (Facial Hair)। ফলে জেল্লা হারাচ্ছে ত্বক। অথচ পার্লারে গিয়ে থ্রেডিং কিংবা ওয়াক্সিংয়ে অনীহা রয়েছে। এক্ষেত্রে জেনে নিন বেশ কয়েকটা ঘরোয়া টোটকা।
মূলত হেঁশেলের কয়েকটা জিনিস হাতের কাছে রাখলেই কেল্লাফতে। কীভাবে?
১. লেবু ও চিনি জলে ফুটিয়ে ঠাণ্ডা করে মুখে লাগান। মিনিট ২৫ পর ঘষে ধুয়ে নিলেই ফেসিয়াল হেয়ারের ঝক্কি শেষ।
২. লেবু, মধু, চিনি মিশিয়ে ফুটিয়ে নিন। মিশ্রণ ঠাণ্ডা হলে মুখে লাগিয়ে ওয়াক্স স্ট্রিপ দিয়ে তুলে নিন।
৩. ডিমের সাদা অংশের সঙ্গে চিনি আর চালের গুঁড়ো মিশিয়ে মুখে লাগিয়ে নিন। ৩০ মিনিট পর জল দিয়ে ধুয়ে ফেলুন।
আরও পড়ুন - চোখের তলায় ডার্ক সার্কল, পুজোর আগে নিরাময় হবে তো? রইল টিপস
৪. ওটমিলের সঙ্গে পাকা কলা মিশিয়ে প্যাক বানিয়ে সার্কুলার মোশানে মিনিট ১৫ মাসাজ করলেই অবাঞ্ছিত লোম থেকে মুক্তি মিলবে।
৫. গোলাপ জল কিংবা সাধারণ জলে হলুদ গুঁড়ো গুলে পেস্ট বানিয়ে মুখে লাগিয়ে নিন। শুকিয়ে গেলে ধুয়ে নিলেই লোম দূর হয়ে যাবে।