Durga Puja 2023 : নেই চার ছেলে-মেয়ে, দুই সখীকে নিয়ে দুর্গারূপে ঝাড়গ্রামে পূজিতা হন মা সর্বমঙ্গলা

Updated : Sep 21, 2023 09:02
|
Editorji News Desk

মা আসছেন । হাতে আর মাত্র কয়েকদিন । আকাশের কালো মেঘ সরলেই শুধু নীলসাদা খেলা । দুর্গাপুজো (Durga Puja 2023) মানে যে শুধু বাঙালির শ্রেষ্ঠ উৎসব, তা নয় ।  দুর্গোপুজো মানে ইতিহাস । যখন রাজা ছিল, রাজত্ব ছিল ,সেইসময়ের ইতিহাস । আর কিছু পৌরাণিক গল্প বা ব্যাখ্যা, সময়ের ঊর্ধ্বে উঠে যা আজও প্রাসঙ্গিক । আজ সেরকমই এক দুর্গাপুজোর ইতিহাস, বৈশিষ্য আচার-নিয়মের কথা তুলে ধরব আমরা ।

ঝাড়গ্রামের (Jhargram Durga Puja) লালগড়ে প্রায় ৩০০ বছর ধরে পুজো হয়ে আসছে মা দুর্গার । এখানে মা সর্বমঙ্গলা দুর্গা রূপে পূজিতা হন । তৎকালীন রানি রান্নার চাল ধুতে গিয়ে পেয়েছিলেন মা সর্বমঙ্গলা-কে মায়ের  তবে, মায়ের মন্দিরে নিত্যপুজো হয় । তবে, সপ্তমী, অষ্টমী, নবমী দুর্গা মন্দিরে নিয়ে আসা হয় মা-কে । ওই চারদিন দুর্গা মন্দিরেই পূজিতা হন মা । তারপর দশমীর দিন সর্বমঙ্গলা মা ফিরে যান তাঁর মন্দিরে । তারপর ঘট বিসর্জন করা হয় পুকুরে । 

আরও পড়ুন, Durga Puja Discount: পুজোর বাজারে সেল-বাহার! অফ এবং অনলাইনে ডিসকাউন্টের ছড়াছড়ি
 

পুজোর বৈশিষ্ট্য

ঝাড়গ্রামের এই ঐতিহ্যবাহী পুজোয় মায়ের সঙ্গে কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী থাকে না । কথিত আছে, দুই সখী জয়া ও বিজয়াকে নিয়েই বিরাজমান সর্বমঙ্গলা মা । দুর্গাপুজোর কয়েকদিন মা-কে অন্নভোগ দেওয়া হয় । এছাড়া, বলি প্রথাও রয়েছে । তবে, এখানে কুমড়ো, শসা ও ঝিঙ্গের বলি হয় । দুর্গাপুজোর সময় দূর-দূরান্ত থেকে লোকজন এখানে আসে, মায়ের আশীর্বাদ নেন । 

ইতিহাস

কথিত আছে তৎকালীন রানি রান্নার চাল ধোয়ার জন্য পুকুরে গিয়েছিলেন । সেই সময় জলের থেকে ভেসে কুলোয় উঠে এসছিল মা সর্বমঙ্গলা । রানি সেই মূর্তিকে নিয়ে এসে ঠাকুর ঘরে রেখেছিলেন । তারপরেই রাজার কাছে আসে তাঁকে প্রতিষ্ঠা করার স্বপ্নাদেশ । 

শুধু তাই নয়, বেশ কিছু শর্তও ছিল মায়ের । যেমন, মা দুই সখীকে নিয়ে এখানে এসেছিলেন । সঙ্গে ছিল না কার্তিক, গণেশ, লক্ষ্মী , সরস্বতী । মায়ের আদেশ ছিল মন্দিরে তাঁর নিত্যপুজো হলেও, দুর্গাপুজোর দিন বিশেষ পুজো হবে । আর সেই দিনগুলি অন্যত্র নিয়ে গিয়ে পুজো দিতে হবে দেবীকে । সেইমতোই সমস্ত প্রথা মেনে পুজো হয়ে আসছে এখানে । 

Durga Puja 2023

Recommended For You

editorji | লাইফস্টাইল

ঘটা করে আলাদা দিন, অথচ ছক ভাঙলেই প্রশ্নের মুখে মায়েরা! মাতৃদিবসের কড়া সত্যি এটাই

editorji | লাইফস্টাইল

Digha Jagannath Temple: পুরীর জগন্নাথ মন্দিরেই চৈতন্য দেবকে খুন করা হয়েছিল? জেনে নিন রোমহর্ষক কাহিনী

editorji | লাইফস্টাইল

Jagannath: জগন্নাথই কৃষ্ণ, আবার তিনি আদিবাসীদেরও দেবতা! রইল নানা অজানা তথ্য

editorji | লাইফস্টাইল

Darjeeling Day tour: এক দুপুরে দার্জিলিং...বৈশাখের দাপটে পাহাড়ের রানি যেন একটুকরো স্বর্গ

editorji | লাইফস্টাইল

Offbeat Tabakoshi: মিরিকের কাছেই চা বাগানে ঘেরা তাবাকোশি যেন এক টুকরো স্বর্গ