শাড়ি ছাড়া পুজো ভাবাই যায় না । অষ্টমী বা বিজয়া দশমীতে শাড়ি লাগবেই । তাই শপিংয়ের সময় ওয়েস্টার্ন ড্রেসের পাশাপাশি পুজোয় ট্র্যাডিশনাল লুক পেতে তালিকায় একটা-দু'টো শাড়ি তো থাকেই । তবে, শাড়ি মানেই যে ট্র্যাডিশন লুক, এই ধারণাটা কিন্তু এখন বদলেছে । বরং শাড়ি ড্রেপিংয়ের কায়দা বদলে ফিউসান লুক আনা হচ্ছে । বলি হোক টলি, সব জায়গাতেই শাড়িতে ফিউশন লুকে ঝড় তুলছেন নায়িকারা । আপনিও কি আপনার পছন্দের মানুষের মনে ঝড় তুলতে চান ? তাহলে কয়েকটি ট্রেন্ডিং শাড়ি ড্রেপিং -এর টিপস রইল আপনাদের জন্য ।
হাল ফ্যাশনে জনপ্রিয় হয়ে উঠেছে শাড়ির সঙ্গে বাহারি বেল্ট । আপনার পছন্দসই শাড়ির সঙ্গে মোটা বা পাতলা চামড়া বা কোরসেট ঘরানার বেল্ট পরতে পারেন । একটা আলাদাই লুক ক্রিয়েট করে । এছাড়া,
ফিউশন লুক ক্রিয়েট করতে শাড়ির উপরেই লম্বা জ্যাকেট পরতে পারেন । আর কোমরে বেঁধে নিতে পারেন বেল্ট । তবে খেয়াল রাখবেন,সবটা যেন মানানসই হয় ।
জিন্স,টি-শার্টের সঙ্গে শাড়ি । টি-শার্টের উপরে শাড়ি প্লিট করে নিন । শাড়ির কুঁচি জিন্সে গুঁজে নিয়ে কোমরে পছন্দসই বেল্ট লাগান । ফ্যাশন ইনফ্লুয়েন্সররা এমনভাবে শাড়ি ড্রেপিং করে ইন্টারনেটে ঝড় তুলেছেন । কয়েকমাস আগে ডিপ নেক ব্লাউজের সঙ্গে জিন্স, তার উপর শাড়ি পরে তাক লাগিয়েছিলেন অভিনেত্রী ইশা সাহা । আপনিও জিন্স, শার্টের উপর শাড়ি পরে নজর কাড়তে পারেন ।
একসঙ্গে আবার জোড়া শাড়িও পরতে পারেন । পুজোয় একটু ভিন্ন সাজে সেজে উঠতে একে অপরের সঙ্গে মানানসই হবে এমন দু’টি শাড়ি বেছে নিয়ে পুজোর লুকে চমক আনতে পারেন । কীভাবে পরবেন ? সম্প্রতি, শাড়ি ড্র্যাপিং শিল্পী ডলি জৈন ইনস্টাগ্রামে জোড়া শাড়ি পরার পদ্ধতি শেয়ার করেছেন । এছাড়া, ইউটিউবেও পেয়ে যেতে পারেন অত্যাধুনিক কায়দায় শাড়ি ড্রেপিংয়ের পদ্ধতি ।
এছাড়া, বাজারে এখন খুব ট্রেন্ড করছে ধুতি স্টাইল শাড়ি । সেরকমভাবে শাড়ি ড্রেপ করেও লুকে নতুনত্ব আনতে পারেন ।
তবে, যাঁরা ট্র্যাডিশনাল লুকে সাজতে ভালবাসেন, বিশেষ করে অষ্টমীর দিন সকালে আটপৌড়ে ভাবে শাড়ি ড্রেপ করতে পারেন । আর সন্ধেবেলায় আনতে পারেন ফিউসন লুক । কারণ, পুজো তো বছরে একবারই আসে ।