Durga Puja 2022:কামানের তোপধ্বনি দিয়ে শুরু হয় সন্ধিপুজো,জেনে নিন বাঁকুড়ার মালিয়ারা রাজবাড়ি পুজোর ইতিহাস

Updated : Oct 05, 2022 14:03
|
Editorji News Desk

শ্যাওলা পড়া দেওয়াল, নোনা লেগে যাওয়া ইট, চারপাশে আগাছার জঙ্গলে ঘেরা বাড়ি । আর তারই মাঝে  কয়েকটি থামবিশিষ্ট ঠাকুর দালান ৷ যাঁর প্রতিটা ইটে লেগে রয়েছে ইতিহাস, ঐতিহ্য আর প্রায় ৫০০ বছর ধরে চলে আসা পুজোর গন্ধ । বাঁকুড়ার (Bankura) মালিয়াড়ার রাজপরিবার দুর্গাপুজো (Durga Puja 2022) এখনও হয় । সেই জৌলুষ আর অবশ্য নেই । তবু রীতিনীতি এবং শাস্ত্রবিধি মেনে এই রাজবাড়িতে (Bankura Maliara Rajbari Durga Puja) পুজো হয়ে আসছে ।

ঐতিহ্য আর পরম্পরা মেনে মহালয়ার পরদিন প্রতিপদ থেকেই শুরু হয় দেবীর আরাধনা । ওইদিন রাজবাড়ির মন্দিরের গর্ভগৃহ থেকে সোনার তৈরী সিংহবাহিনী দেবী দুর্গাকে নাট মন্দিরের সামনের মণ্ডপে নিয়ে আসা হয় । সেখানেই টানা ৯ দিন মায়ের পূজার্চনা চলে । বৈষ্ণব মতে পুজো হওয়ার কারণে এখানে চাল কুমড়ো বলি দেওয়া হয় । একটা সময় কামানের তোপধ্বনি দিয়ে শুরু হত সন্ধিপুজো । এখনও সেই নিয়ম প্রচলিত আছে । 

আরও পড়ুন, Durga Puja 2022 : ভূবন বাদ্যকরের কাঁচাবাদাম এবার দুর্গাপুজোর থিমে, মালদায় প্রতিমার সাজে অভিনবত্ব
 

একটা সময় ছিল, দুর্গাপুজো উপলক্ষে ঠাকুর দালানে টাঙানো হত নানা রকম রঙিন ঝাড়বাতি ৷ লখনউ, বারাণসী থেকে আসতেন দেশের নামজাদা বাঈজিরা  ৷ পুজোর ক'টা দিন ঠাকুর দালান প্রাঙ্গণে বাঈজি নাচ চলত ৷ কিন্তু, এখন আর সেসব হয় না । কালের নিয়মে সব হারিয়ে গিয়েছে । 

কনৌজ ব্রাক্ষণ দেওধর চন্দ্রাধুর্য প্রতিষ্ঠা করেছিলেন রাজবাড়ির ঠাকুর দালান ৷ দিল্লির মসনদে তখন মোঘল সম্রাট আকবর । আকবরের মন্ত্রী মানসিং কর্তৃক প্রদত্ত পাঞ্জা নিয়ে রাজত্ব শুরু করেন বাঁকুড়ার মালিয়াড়ার এই চন্দ্রাধুর্য পরিবার । বংশ পরম্পরায় একের পর এক রাজা রাজত্ব করেন ৷ শুরু হয় নিয়মনীতি মেনে দুর্গাপুজো ৷ কিন্তু, এখন সেই রাজাও নেই, রাজত্বও নেই । কিন্তু, রাজবাড়ির ঐতিহ্য বজায় রাখতে কোনওদিন পুজো বন্ধ করেননি বংশধররা । সেই বৈভব আর নেই ঠিকই, কিন্তু নিয়ম-নিষ্ঠা ভক্তি দিয়েই মায়ের পুজো করে চলেছেন তাঁরা ।

BankuraMaliara Durga pujaDurga Puja 2022

Recommended For You

editorji | লাইফস্টাইল

ঘটা করে আলাদা দিন, অথচ ছক ভাঙলেই প্রশ্নের মুখে মায়েরা! মাতৃদিবসের কড়া সত্যি এটাই

editorji | লাইফস্টাইল

Digha Jagannath Temple: পুরীর জগন্নাথ মন্দিরেই চৈতন্য দেবকে খুন করা হয়েছিল? জেনে নিন রোমহর্ষক কাহিনী

editorji | লাইফস্টাইল

Jagannath: জগন্নাথই কৃষ্ণ, আবার তিনি আদিবাসীদেরও দেবতা! রইল নানা অজানা তথ্য

editorji | লাইফস্টাইল

Darjeeling Day tour: এক দুপুরে দার্জিলিং...বৈশাখের দাপটে পাহাড়ের রানি যেন একটুকরো স্বর্গ

editorji | লাইফস্টাইল

Offbeat Tabakoshi: মিরিকের কাছেই চা বাগানে ঘেরা তাবাকোশি যেন এক টুকরো স্বর্গ