Durga Puja 2022 : চারপাশে, মানুষের মনে প্রতিনিয়ত চলছে 'তাণ্ডব',নজরকাড়া থিমে সাজছে হাজরা পার্ক দুর্গোৎসব

Updated : Oct 05, 2022 16:30
|
Editorji News Desk

আমাদের চারপাশে প্রতিদিনই কোনও না কোনও ঘটনা ঘটে চলেছে । কোভিডের প্রকোপ হোক কিংবা ইউক্রেনের যুদ্ধ অথবা মানুষের মনের দ্বন্দ্ব । কোনও না কোনও বিষয় নিয়ে বিশ্বজুড়ে 'তাণ্ডব' চলছে । মানুষের জীবনের সেই তাণ্ডবলীলা এবার ফুটে উঠবে দুর্গাপুজোয় (Durga Puja 2022) । এমনই এক অভিনব থিমে সাজছে হাজরা পার্ক দুর্গোৎসব (Hazra Park Durga Puja) । এবছর তাদের পুজো ৮০ বছরে পদার্পণ করল । 

হাজরা পার্ক দুর্গোৎসবের এবারের থিম 'তাণ্ডব' (Tandav) । সৃষ্টি তত্ত্ব অনুযায়ী, এই মহাবিশ্বের কোথাও না কোথাও প্রতিদিন তাণ্ডব ঘটে চলে । এ যেন এক নিরন্তর প্রক্রিয়া । এই তাণ্ডব প্রকৃতপক্ষে মানবজীবনের এক মূর্ত দলিল । যার শৈল্পিক প্রয়োগ দেখা যাবে হাজরা পার্কের দুর্গাপুজোয় । (Hazra Parka Puja Theme) তাণ্ডবলীলায় ধ্বংসের পরের সৃষ্টির কথাও থাকবে মণ্ডপসজ্জায় । থিম অনুযায়ী সেজে উঠছে মণ্ডপ । মানুষের কাছে এক অভিনব থিম তুলে ধরতে তৈরি উদ্যোক্তারা।

আরও পড়ুন, Durga Puja 2022 : ১৬ দিনের দুর্গাপুজো, সোমবার থেকে শুরু হল কাশীপুরে পঞ্চকোট রাজবংশের পুজো
 

পুজো উদ্যোক্তা সায়নদেব চট্টোপাধ্যায় বলেন, "তাণ্ডব প্রতিনিয়ত হয়ে চলেছে । সারা বিশ্বে হয়ে চলেছে । কোনও ক্ষেত্রে আমরা দায়ী । কখনও আবার আমাদের সঙ্গে তাণ্ডব চলছে । সেই তাণ্ডব মণ্ডপে দেখানো হবে । যখন মানুষ মণ্ডপ ঘুরে মায়ের কাছে পৌঁছবেন, তখন প্রতিটা ঘটনা তাঁর জীবনের সঙ্গে সম্পর্কিত করতে পারবেন । "

শুধু থিম নয়, এই পুজোর সঙ্গে জড়িয়ে রয়েছে এক ইতিহাস ও ঐতিহ্য । সুভাষচন্দ্র বসু এই পুজোর প্রচলন করেন । পুজো উদ্যোক্তারা জানিয়েছেন,১৯৪২ সালে যখন এই পুজো করা হয়, তখন তথাকথিত শ্রেণিবিভাজনের জন্য বহু মানুষ পুজোয় আসতে পারতেন না । তাঁদের উদ্দেশেই এই পুজো হয়ে আসছে । তৎকালীন মেয়র শ্রী সি আর দাস এবং শ্রী সুভাষ চন্দ্র বসুর নির্দেশনায় কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের সহায়তায় এই পুজো শুরু হয় । আজও সেই ঐতিহ্য ধরে রেখেছেন পুজো উদ্যোক্তারা ।

Hazra Park Durga PujaDurga Puja 2022Hazra

Recommended For You

editorji | লাইফস্টাইল

ঘটা করে আলাদা দিন, অথচ ছক ভাঙলেই প্রশ্নের মুখে মায়েরা! মাতৃদিবসের কড়া সত্যি এটাই

editorji | লাইফস্টাইল

Digha Jagannath Temple: পুরীর জগন্নাথ মন্দিরেই চৈতন্য দেবকে খুন করা হয়েছিল? জেনে নিন রোমহর্ষক কাহিনী

editorji | লাইফস্টাইল

Jagannath: জগন্নাথই কৃষ্ণ, আবার তিনি আদিবাসীদেরও দেবতা! রইল নানা অজানা তথ্য

editorji | লাইফস্টাইল

Darjeeling Day tour: এক দুপুরে দার্জিলিং...বৈশাখের দাপটে পাহাড়ের রানি যেন একটুকরো স্বর্গ

editorji | লাইফস্টাইল

Offbeat Tabakoshi: মিরিকের কাছেই চা বাগানে ঘেরা তাবাকোশি যেন এক টুকরো স্বর্গ