'খোল দ্বার খোল, লাগল যে দোল'
শুরু হয়ে গেল রঙের উৎসব । আজ নানান রঙে রঙিন হওয়ার দিন, রাঙিয়ে দেওয়ার দিন । সোমবার সকাল থেকে রঙিন বাংলার আকাশ-বাতাস । দোল উদযাপনে মেতে উঠেছে বাঙালি । মায়াপুর, শান্তিনিকেতনে চলছে বসন্ত উৎসব উদযাপন । শুধু বাংলা নয়, দেশের বিভিন্ন প্রান্তেও চলছে হোলি খেলা ।
এদিন সকাল থেকেই নাচে-গানে বর্ণাঢ্য শোভাযাত্রা চলছে বিভিন্ন জায়গায় । উদযাপনে সামিল আট থেকে আশি । পোশাকেও বসন্তের ছোঁয়া । মেয়েদের দেখা গেল হলুদ, লাল,সবুজ শাড়িতে, ছেলেদের পাঞ্জাবিতে । কোথাও কোথাও সাংস্কৃতিক অনুষ্ঠানেরও মধ্যে দিয়ে বসন্ত উৎসব পালিত হবে ।
বৈষ্ণব বিশ্বাস অনুযায়ী, এই ফাল্গুনী পূর্ণিমাতেই বৃন্দাবনে শ্রীকৃষ্ণ আবির এবং রং নিয়ে রাধিকা ও অন্যান্যদের সঙ্গে খেলায় মেতেছিলেন। আবার আরেক মতে, শ্রীকৃষ্ণ এবং বলরামের হাতে দু হাজার বছর আগে দ্বাপর যুগের এক দৈত্যের বিনাশ হয়, মথুরাবাসী তাঁদের মুক্তির দিনটি উদযাপন করেছিলেন রঙে রঙে, তা-ই দোল উৎসব।