দরজায় টোকা দিচ্ছে দীপাবলি। আর দীপাবলি মানেই ঝলমলে দিন, আলোর দিন , ভালোর দিন। অন্ধকারের কোনও জায়গাই নেই। এই সময় গৃহস্থের বাড়িতে আলো, প্রদীপ, ফুল সহ বিভিন্ন জিনিস দিয়ে সাজানোর চল রয়েছে। আজকাল যদিও বাজারে সেসবই মেলে। তবুও হাতে বানানো জিনিসের এক অন্য দাম আছে।
Visva Bharati University: মেয়াদ শেষ বিদ্যুৎ চক্রবর্তীর, বিশ্বভারতীর নতুন উপাচার্য সঞ্জয় কুমার মল্লিক
ঘরে পরে থাকা নষ্ট বাল্ব দিয়েই বানিয়ে ফেলতে পারেন দারুন একটা ওয়াল হ্যাংগিং। সেক্ষেত্রে প্রথমেই বাল্বগুলিকে ভাল করে মুছে ধুলো পরিষ্কার করে নিন। একটি পাত্রে গুঁড়ো অভ্র নিয়ে নিন পছন্দ মতো রঙের। এবার বাল্বের গায়ে আঠা মাখিয়ে অভ্রতে মাখিয়ে নিন। এবার একটি সুতোতে প্রথমে আঠা লাগিয়ে পরে একইভাবে অভ্রতে বুলিয়ে নিন। এবার সুতোয় রঙ বুঝে ফাঁকা ফাঁকা করে বাল্ব গুলো ঝুলিয়ে দিন। আলোর নিচে এই জিন্স লাগালে সারা ঘরে ছড়িয়ে পড়বে উজ্জ্বলতা।