আকাশের মুখ ভার থাকায় এবার শারদীয়া কেটেছে ছাতার তলাতেই। সাধের নতুন জামা, পাট ভাঙা শাড়িতে কাদা লাগার ভয়ে মনের মতো করে সাজতে পারেনি অনেকেই। দুঃখ কেন? দরজায় কড়া নাড়ছে দীপাবলি, আর এই আলোর উৎসবে সাজুন প্রাণভরে। নানা রঙের রকমারি আলোতে ছবিও উঠবে খাসা। ভাবছেন কীভাবে সাজবেন কালী পুজোয় (Kali Puja 2022)? আপনার জন্য রইল দারুণ কিছু টিপস।
আনারকলি চুরিদার-
দীর্ঘদিন পর ট্রেন্ডে ফিরেছে পুরনো সেই আনারকলি সালোয়ার। কালী পুজোর দিন শাড়ি পরতে চান না যারা, তারা ট্র্যাডিশন এবং স্টাইল একসঙ্গে বজায় রাখতে ট্রাই করতে পারেন আনারকলি।
অরগাঞ্জা-
শাড়ি হোক বা কুর্তি এই মুহূর্তে বাজার কাঁপাচ্ছে অরগাঞ্জা৷ ফিনফিনে পালকের মতো এই অরগাঞ্জা গায়ে দিলে আপনার দিক থেকে চোখ সরবে না কারও, সঙ্গে ক্যারি করতে পারেন মানানসই মুক্ত অথবা কুন্দনের গয়না ।
চিকনকারী-
বাঙালিদের পছন্দের তালিকায় বহু যুগ ধরেই রয়েছে চিকনের কাজ। চিকনের ব্লাউজ, অথবা কামিজের সঙ্গে কন্ট্রাস্টে পরতে পারেন শাড়ি বা সালোয়ার।
ইন্ডিগো-
দীপাবলিতে হালকা কিন্তু স্টাইলিশ কিছু পরতে হলে ট্রাই করুন ইন্ডিগো। সাদা নীল মোটিফের ইন্ডিগো এখন ফ্যাশনে দারুণ ইন। টপ, ব্লাউজ বা কুর্তির সঙ্গে কেবল দরকার একটা অক্সিডাইজের ভারী দুল।