বিজয়া, লক্ষ্মীপুজো যেতেই বাঙালি আশায় বাঁচে আলোর উৎসবের জন্য। আলোর উৎসব, ভালর উৎসবের জন্য দিন গুনছে কার্যত গোটা দেশ। ধনতেরাস, দীপাবলি, ভাই ফোঁটা পর পর টানা উৎসব।
কথিত আছে, বিজয়া দশমীর দিনে রাবণ বধ করে এই দীপাবলির রাতেই আযোধ্যায় ফেরেন রাম সীতা লক্ষণ। তাঁদের স্বাগত জানাতে গোটা অযোধ্যা সেজে উঠেছিল আলোতে। সেই থেকেই এই প্রথা চলে আসছে।
এই বছর ধনতেরাস ও ভুত চতুর্দশী পড়েছে ১০ নভেম্বর, ২০২৩-এ কালীপুজো পড়েছে ১১ নভেম্বর শনিবার। ভাইফোঁটা ১৪ নভেম্বর।