ভালবাসার মানুষরা একে-অপরের কাছাকাছি থাকতে চান সবসময়। যুদ্ধ হোক বা আনন্দে। ঠিক এই কনসেপ্টের ওপর ভিত্তি করেই তৈরি হয়েছিল 'দ্য লাভার্স টয়লেট'! ১৯৯১ সালে প্রথম একটি সংস্থা এই বিশেষ টয়লেটের কথা ভেবেছিল। যে সব দম্পতিরা সবকিছুই একসঙ্গে করার কথা ভাবেন, তাঁদের জন্যই এই বিশেষ ডবল বা দ্বৈত শৌচাগার! শুধু তাই নয়, ওই সংস্থার পক্ষ থেকে তিন দশক আগের সময়টাতে এই কথাও বলা হয়েছিল যে, এর ফলে জলের খরচও বেঁচে যাবে!
রিপোর্ট জানাচ্ছে, এই সংস্তার ওয়েবসাইটটি লাইভ হওয়ার পর ওই বিশেষ কাপলস টয়লেট বিক্রি হয়ে যায় ১৪০০ মার্কিন ডলারের বিনিময়ে!
স্যাটারডে নাইট লাইভ প্যারোডি কমার্শিয়ালে প্রথমবার দেখানো হয়েছিল এই বিশেষ টয়লেটটি! যেখানে অভিনয় করেছিলেন কেভিন নিয়েলন এবং ভিক্টোরিয়া জ্যাকসন।