ডিজেল ইতালির খুব দামি একটি পোশাক ব্র্যান্ড। এই ব্র্যান্ড তাদের উদ্ভট পোশাকের জন্য প্রায়শই থাকে শিরোনামে। সম্প্রতি এই কোম্পানি একটি মাইক্রো মিনি স্কার্ট লঞ্চ করেছে যা দেখে কার্যত চোখ কপালে উঠেছে নেটিজেনদের। এই বছরের শুরুর দিকে অনুষ্ঠিত হওয়া এর শরৎশীতকালীন ফ্যাশন রানওয়ে শো-এর ডিজেলের এই অদ্ভুত স্কার্ট নজর কেড়েছে সকলের। দেখতে অবিকল বেল্টের মতো এই স্কার্ট।
মাইক্রো মিনি এই লেদার স্কার্টটি নিতম্বের পাশে নামমাত্র লেদার দিয়ে জড়ানো। অথচ এর দাম শুনলে আপনি আকাশ থেকে পড়তে পারেন। ধূসর চেরি রঙা এই বেল্ট থুড়ি স্কার্টটির মূল্য ভারতীয় মুদ্রায় প্রায় ৮০ হাজার টাকা৷ অনেকে বলেছেন যে এই পোশাকটির ব্যবহারিকতা নেই এবং এটি বাইরের কোথাও পরা চ্যালেঞ্জিং। এই স্কার্ট দেখে কার্যত হাসির রোল উঠেছে সোশ্যাল মিডিয়ায়। একের পর এক মিমে ভাসছে টুইটার।