খাতায় কলমে দেবীপক্ষের এখনও অনেক দেরি। তবে কুমোরটুলিতে দুর্গা গড়ার কাজ শেষের পথে। আশ্বিনের শারদ প্রাতে কলকাতার বুকে এবার আছে অন্যরকম দুর্গা গড়াও, তুলির টানে। সোনার ফয়েলে একটু একটু করে শিল্পীর তুলিতে প্রাণ পাচ্ছে মা দুর্গা।
দিল্লিবাসী প্রবাসী বাঙালি শিল্পী শুভ্রা চাঁদের একটি প্রদর্শনী চলছে কলকাতার অ্যাকাডেমি অফ ফাইন আর্টসে। সেখানেই সোনার ফয়েলের ওপর দুর্গার প্রাণ প্রতিষ্ঠা চলছে তিলে তিলে। সঙ্গে রয়েছে শিল্পীর আঁকা আরও ৩২টি ছবির প্রদর্শনী।
Durga Puja 2023 : মূর্তি নয়, পটেই হয় দুর্গাপুজো , ঝাড়গ্রামের সাবিত্রী মন্দিরের পুজোর ইতিহাস জানুন
আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই প্রদর্শনী। শিল্পী শুভ্রা চাঁদ বাঙালি হলেও থাকেন বাংলার বাইরে, এই প্রথম কলকাতায় তাঁর প্রদর্শনী। এর অভিজ্ঞতাও যেন ঠিক মা দুর্গার ঘরে ফেরার মতোই।