আপনি কি সরকারি কর্মচারী? তাহলে ভুলেও নেটমাধ্যমে এই কাজগুলি করবেন না। করলে সমস্যায় পড়তে পারেন।
সম্প্রতি তথ্য প্রযুক্তি মন্ত্রক সরকারি কর্মীদের (Government Employee)জন্য প্রযুক্তিগত নির্দেশিকা (Cyber security guidelines) জারি করেছে। সরকারি কর্মীদের এখন থেকে এই প্রযুক্তিগত নির্দেশিকা বা সাইবার সিকিউরিটি গাইডলাইনস মেনে চলতে হবে। নির্দেশিকায় মোট ২৪টি নির্দেশ রয়েছে। সেগুলি হল:
বিভিন্ন অ্যাপ এবং ওয়েবসাইটে আলাদা পাসওয়ার্ড ব্যবহার করতে হবে।
ঝুঁকিপূর্ণ ডকুমেন্টে বা ব্রাউজারে পাসওয়ার্ড সেভ করা যাবে না।
পাসওয়ার্ড, আইপি অ্যাড্রেস, নেটওয়ার্ক ডায়াগ্রাম, সংবেদনশীল তথ্য কিংবা অসুরক্ষিত কোনও ডেটা খাতায় লিখে রাখা যাবে না।
কম্পিউটার বা ল্যাপটপের সিস্টেম ড্রাইভে কোনও তথ্য বা ফাইল সেভ করা যাবে না।
গুগল ড্রাইভ বা ড্রপবক্সের মতো কোনও বেসরকারি ক্লাউড স্টোরেজে সরকারের অভ্যন্তরীণ, গোপন, নিষিদ্ধ তথ্য আপলোড বা সেভ করা যাবে না।
অপ্রচলিত ও অস্বীকৃত অপারেটিং সিস্টেম ব্যবহার করা যাবে না।
কোনও থার্ড পার্টি ডিএনএস কিংবা এনটিপি সার্ভিস ব্যবহার করা যাবে না।
থার্ড পার্টি ভিপিএন ব্যবহার করা যাবে না।
থার্ড পার্টি টুলবার ব্যবহার করা যাবে না
পাইরেটেড সফটওয়্যার ব্যবহার করা যাবে না।
ইমেলে অপরিচিত সোর্স থেকে আসা লিঙ্ক বা অ্যাটাচমেন্টে ক্লিক করা যাবে না।
সিস্টেম পাসওয়ার্ড, প্রিন্টার পাসকোড বা ওয়াইফাই পাসওয়ার্ড অপরিচিত ব্যক্তিকে জানানো উচিত নয়।
প্রিন্টারে ইন্টারনেট অ্যাকসেস দেওয়া যাবে না।
প্রিন্টারে প্রিন্ট হিস্ট্রি সেভ করা উচিত নয়।
সোশ্যাল মিডিয়া বা থার্ড পার্টি মেসেজিং অ্যাপে সংবেদনশীল তথ্য আদানপ্রদান করা যাবে না।
অপরিচিত ব্যক্তির দেওয়া কোনও পেনড্রাইভ বা ইউএসবি কেবল নিজের কম্পিউটারে কানেক্ট করা যাবে না।
অস্বীকৃত রিমোট অ্যাডমিনিস্ট্রেশন টুল ব্যবহার করা যাবে না।
থার্ড পার্টি ভিডিও কনফারেন্সিং বা কোলাবরেশন টুল ব্যবহার করা যাবে না।
অফিসিয়াল তথ্য আদানপ্রদানে বাইরের কোনও ইমেল সার্ভিস ব্যবহার করা যাবে না।
মোবাইল ফোন জেলব্রেক বা রুট করা যাবে না।
অফিসিয়াল কোনও অ্যাকাউন্ট ব্যক্তিগত কাজে ব্যবহার করা যাবে না।
সরকারের অভ্যন্তরীণ তথ্য স্ক্যান করার জন্য কোনও মোবাইল অ্যাপ স্ক্যানার ব্যবহার করা যাবে না।
কোনও এক্সটারনাল ওয়েবসাইট বা ক্লাউড বেসড সার্ভিস ব্যবহার করে সরকারি ডকুমেন্টের ফাইল ফরম্যাট বদল কিংবা সাইজ বদলানো যাবে না।
সংবেদনশীল কোনও তথ্য অপরিচিত কারও সঙ্গে ফোনে শেয়ার করা উচিত নয়।
ওয়াকিবহাল মহল মনে করছে, সরকারি কর্মীদের মাধ্যমে গুরুত্বপূর্ণ তথ্য যাতে দুষ্কৃতীদের হাতে পাচার না হয় সেই দিকে নজর রেখে কেন্দ্রের এই বিশেষ নির্দেশিকা।