History of Christmas : ২৫ ডিসেম্বরই কেন পালিত হয় যিশু খ্রিস্টের জন্মদিন, জানুন বড়দিনের ইতিহাস

Updated : Dec 23, 2023 06:38
|
Editorji News Desk

বড়দিনের(Christmas) উৎসবে সেজে উঠেছে তিলোত্তমা । কেকের গন্ধে ম ম করছে গোটা শহর । পার্ক স্ট্রিটে(Park Street) আলোর রোশনাই । শহরের গির্জাগুলিও সেজে উঠেছে । ২৫ ডিসেম্বর খ্রিস্ট ধর্মাবলম্বীদের কাছে এই দিনটা খুব গুরুত্বপূর্ণ । এদিনই যিশু খ্রিস্টের জন্মদিন হিসেবে পালন করা হয় । যদিও, বাইবেলেও সুনির্দিষ্ট করে যিশুর জন্মের দিন উল্লেখ করা নেই । তাহলে, কেন ২৫ ডিসেম্বর দিনটি যিশুর জন্মদিন হিসেবে পালন করা হয়,জেনে নিন ইতিহাস ...

ইতিহাস অনুযায়ী, ২৫ শে ডিসেম্বর বেথেলহেম নগরে কুমারী মা মেরির কোলে জন্মেছিলেন যিশু । খ্রিস্টানরা বিশ্বাস করেন, যিশু হল ঈশ্বরের পুত্র । মানুষকে সমস্তরকম পাপ থেকে মুক্তি দিতে যিশুকে পৃথিবীতে পাঠিয়েছিলেন ঈশ্বর । রোমের প্রথম খ্রিস্টান রাজা কনস্ট্যানটাইন এই দিনটি যিশুর জন্মদিন হিসেবে পালন করার প্রথম নির্দেশ দেন । কয়েক বছর পরে পোপ জুলিয়াস মেনে নেন সেই নির্দেশ । সেই থেকে ২৪ ডিসেম্বর ক্রিসমাস ইভ, ২৫ ডিসেম্বর ক্রিসমাস এবং ২৬ ডিসেম্বর বক্সিং ডে হিসেবে পালিত হয়ে আসছে ।

আবার অনেকে মনে করেন যে, ডিসেম্বর মাসে ঠান্ডার প্রকোপ বেশি থাকায় বরফ জমে যেত বিভিন্ন জায়গায় । জমে যাওয়া ঠান্ডা থেকে রেহাই পেতে রোমের মানুষ জন এই দিনে সূর্যের কিরণ চেয়ে উপাসনা করতেন । পরে অন্য ধর্মের মানুষদের খ্রিষ্টধর্মের প্রতি আকৃষ্ট করার জন্য দিনটি যিশুর জন্মদিন হিসেবে পালিত হয়ে আসছে ।

২৫ ডিসেম্বরের আগের রাতেই শুরু হয়ে যায় উৎসব । ক্যারোল, প্রার্থনা, ট্যাবলোর মধ্যে দিয়ে যিশু খ্রিস্টের জন্ম কাহিনি ...এগুলোই গির্জাগুলিতে দেখানো হয় । এছাড়া, ২৫ ডিসেম্বর উপলক্ষে অনেকে বাড়িতে পার্টির আয়োজন করেন, দেদার আড্ডা-খানাপিনা, উৎসবের আমেজে গা ভাসায় সকলে ।

Christmas 2023

Recommended For You

editorji | লাইফস্টাইল

ঘটা করে আলাদা দিন, অথচ ছক ভাঙলেই প্রশ্নের মুখে মায়েরা! মাতৃদিবসের কড়া সত্যি এটাই

editorji | লাইফস্টাইল

Digha Jagannath Temple: পুরীর জগন্নাথ মন্দিরেই চৈতন্য দেবকে খুন করা হয়েছিল? জেনে নিন রোমহর্ষক কাহিনী

editorji | লাইফস্টাইল

Jagannath: জগন্নাথই কৃষ্ণ, আবার তিনি আদিবাসীদেরও দেবতা! রইল নানা অজানা তথ্য

editorji | লাইফস্টাইল

Darjeeling Day tour: এক দুপুরে দার্জিলিং...বৈশাখের দাপটে পাহাড়ের রানি যেন একটুকরো স্বর্গ

editorji | লাইফস্টাইল

Offbeat Tabakoshi: মিরিকের কাছেই চা বাগানে ঘেরা তাবাকোশি যেন এক টুকরো স্বর্গ