উৎসবের গন্ধ এখন বাংলার আকাশে বাতাসে। আর তো মাসখানেকও বাকি নেই৷ বাসে, ট্রেনে, মেট্রোয় উপচে পড়া ভিড়। নতুন জামা কিনতে ছুটছে বাঙালি। আর সেই ভিড়ের নজর কাড়তে মরিয়া বিভিন্ন বাণিজ্যিক সংস্থা। সর্বত্রই পুজোর সেল, স্পেশাল ডিসকাউন্ট। আগে শোনা যেত একটা কিনলে একটা ফ্রি। এখন বাড়তে বাড়তে দুটো কিনলে পাঁচটা ফ্রি- এমন হাতছানিও আছে । শুধু কি জামাকাপড়? গ্যাজেটস থেকে শুরু করে যাবতীয় পণ্যেই চলছে স্পেশাল ছাড়।
ছাড়ের রমরমা তো কেবল অফলাইনে নয়, অনলাইনেও। বিভিন্ন ওয়েবসাইট একদম যাকে বলে উপুড়হস্ত। বিপুল ছাড়- কোথাও ৪০ শতাংশ, কোথাও ৬০ শতাংশ। ক্রেতাদের পোয়াবারো। তবে অনলাইনে পোশাক কেনার বদলে অনেকেই পছন্দ করেন ভিড় ঠেলে, জামাকাপড় হাতে নিয়ে দেখে কেনাকাটি করতে৷ এর মজাই আলাদা। আর সেই বাজার যদি হয় গড়িয়াহাট বা হাতিবাগানের ফুটপাথ- তাহলে তো কথাই নেই৷ উপরি পাওনা দরাদরি৷
কেন এত ছাড়? আসলে করোনা অতিমারীর আবহে ২০২০ এবং ২০২১ সালের পুজোর বাজার তেমন জমেনি। গত বছর বেশ খানিকটা নিরাময় হয়েছিল সেই ক্ষত। এবার পুরোপুরি ছক্কা হাঁকাতে মরিয়া ব্যবসায়ীরা।