‘রিমঝিম ঘন ঘন রে, বরসে’....
দীর্ঘ অপেক্ষার পর, অবশেষে গুটি গুটি পায়ে বঙ্গে ঢুকে পড়েছে বহু প্রতীক্ষিত বর্ষা| লাগাতার দাবদাহ, তাপপ্রবাহে অতিষ্ঠ হয়ে পড়েছিল বঙ্গবাসী| রুখা-শুখা চাষের জমিতে মাথা নুইয়ে ফেলেছিল ফসল | যদিও মঙ্গলবার থেকেই বঙ্গে প্রাক বর্ষা মরশুম শুরু হয়ে গিয়েছে |
তবে এই বর্ষা যেমন স্বস্তির, তেমন কিন্তু সমস্যারও কখনও কখনও | বৃষ্টি আসবে বলে তো আর কাজ কর্ম বন্ধ থাকতে পারে না? যাঁদের রোজ রাস্তায় বের হতে হয়, আগে থেকেই তাঁদের বেশ কিছু জিনিস কিনে রাখা দরকার |
ওয়াটার প্রুফ ব্যাগ :
যাঁদের রোজ অফিস যেতে হয়, কিংবা বাইরে বের হতেই হয় বর্ষা পুরোপুরি বাংলায় পসার জমানোর আগে কিনে রাখুন একটি ওয়াটার প্রুফ ব্যাগ বা ব্যাগের রেনকোট| অনেকসময়ই বৃষ্টি নামলে মাথায় ছাতা থাকলেও ব্যাগ ভিজে যায়| সেক্ষেত্রে, ঝট করে ব্যাগের রেনকোটটা টেনে নিলে আপনার জরুরি কাগজ পত্র, দরকারি জিনিস ভিজে নষ্ট হয়ে যাবে না |
ওয়াটারপ্রুফ জুতো :
বর্ষা আসার আগে সাধের লেদারের জুতোটি তুলেই রাখুন| এই সময় প্লাস্টিকের একটু উঁচু জুতো কেনাই ভাল, বা পা ঢাকা জুতোও কিনতে পারেন| হাওয়াই চটি, বা স্যান্ডেল এই সময় একেবারেই পরবেন না, কারণ এতে কাদা ছিটকে আপনার পোশাক নষ্ট হয়ে যেতে পারে| রাবার বা সিলিকনের কভারওয়ালা জুতো পাওয়া যায়, বা ক্রকস ও বর্ষার জন্য বেশ উপকারী |
জামা কাপড় শুকোনোর হ্যাঙার:
বৃষ্টি মানেই একটা সমস্যা জামা কাপড় কাচলে, তা শুকোতে চায় না | কিন্তু আপনি যদি কিনে রাখেন এই জিনিসটি তাহলে কিন্তু ঘরেই শুকোতে দিতে পারেন এই জামা কাপড়| এই হ্যাঙার গুলোতে, অনেক কটি ক্লিপ থাকে| ভেজা জামা তাতে টাঙিয়ে দিলেই ছাদে জামা তোলার কিংবা মেলার চিন্তা থাকবে না|
বৃষ্টি প্রতিরোধক:
যাঁরা বৃষ্টির মধ্যেও ড্রাইভ করেন, তাঁদের জন্য এই রেইন রিপিলেন্ট খুব উপযোগী| গাড়ির কাঁচে এই বৃষ্টি প্রতিরোধক লাগিয়ে নিলে, বৃষ্টির জল ধরবে না গাড়ির কাঁচে| বৃষ্টির মধ্যেও স্বচ্ছ ভাবে দেখা যাবে সবটাই| কুয়াশা এবং বরফেও এই প্রতিরোধক দারুন কার্যকরী|
World Music Day: ‘গান হোক আরও গান হোক, গান হোক সবাই সমান হোক’, এ শুধু গানের দিন...
গ্যাজেট কভার:
বর্ষায় নিজের দামি দামি গ্যাজেটসগুলিরও নিতে হবে বাড়তি যত্ন| সেক্ষেত্রে ল্যাপটপ, ফোন থেকে শুরু করে হেডফোন , ট্যাব ওয়াটার প্রুফ গ্যাজেট কভারে ঢেকে রাখুন|
তাই বর্ষা নির্বিঘ্নে, কোনও বিরক্তি ছাড়া কাটাতে উপরিউক্ত কয়েকটি জিনিস এখন থেকেই কিনে রাখুন| বর্ষা তাহলে আর ঝক্কি হয়ে উঠবে না |