ধার নিয়েছিলেন কিছু টাকা। মিটিয়েও দিয়েছিলেন সেই ধার। কিন্তু দিতে পারেননি সুদের টাকা। আর সেই কারণেই খোয়াতে হল একটি পা। সুদের টাকা না দিতে পারায় বৃহস্পতিবার এক সরকারি এক কর্মীকে তুলে নিয়ে গিয়ে বেঁধে রাখা হল রেল লাইনে। ট্রেনের আঘাতে ছিন্নভিন্ন হয়ে গেল তাঁর একটি পা। ওই ব্যক্তির অন্য একটি পা-ও গুরুতর ভাবে জখম। নৃশংস এই ঘটনাটি পূর্ব বর্ধমানের কেতুগ্রামের। গুরুতর অবস্থায় বর্ধমান মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন রয়েছেন রুদ্রভৈরব মুখোপাধ্যায় নামে ওই ব্যক্তি।
আহত ব্যক্তির অভিযোগ, সুদে অফিসের এক সহকর্মী এবং তাঁর বন্ধুর কাছ থেকে ১ লক্ষ ২০ হাজার টাকা ধার নিয়েছিলেন। সেই টাকা শোধ করে দিলেও তাঁর কাছে সুদ বাবদ কয়েক লক্ষ টাকা দাবি করা হয়েছিল। সম্প্রতি সেই টাকা ফেরত দেওয়ার জন্য তাঁকে চাপ দেওয়া হচ্ছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় শিবলুন গ্রামের বাড়ি থেকে কাটোয়ার বাড়িতে ফেরার সময় তাঁর পথ আটকায় ২টো মোটরবাইক। এরপর তাঁকে কিছু একটা খাইয়ে দেওয়া হয় জোর করে।
বৃহস্পতিবার কাটোয়া আজিমগঞ্জ লাইনে পূর্ব বর্ধমানের কেতুগ্রামের শিবলুন স্টেশনের অম্বলগ্রাম রেল লাইনে এই ঘটনাটি ঘটে। এরপর আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক তদন্ত শুরু করেছে জিআরপি এবং পুলিশ। আহত ব্যক্তি ইতিমধ্যেই পুলিশকে জানিয়েছে গোটা ঘটনাটি। তবে, আহত ব্যক্তির পরিবার এখনও কোনও লিখিত অভিযোগ দায়ের করেনি।