ডিজিটাল ইন্ডিয়ার লক্ষ্যে কেন্দ্রীয় সরকারের তরফে ২০২১ সালে দেশের ৭২৮৭টি গ্রামে 4G পরিষেবা শুরু করার কথা জানানো হয়েছিল। ৫টি রাজ্যের ৪৪টি জেলায় এই গ্রামগুলি অবস্থিত। বুধবার এই প্রকল্পে ২৬৩১৬ কোটি টাকা দেওয়ার কথা ঘোষণা করেছে ক্যাবিনেট।
এই কাজে মোদী সরকারকে সাহায্য করবে BSNL। এই প্রকল্পের অধীনে দেশের ৬২৯৭টি গ্রামে 4G পরিষেবা শুরু করা হবে। এখনও এই সব গ্রামে 2G/3G নেটওয়ার্ক চলে। এই প্রকল্প বাস্তবায়িত হলে দেশের প্রত্যন্ত অঞ্চলের নাগরিকরাও শহরের বাসিন্দাদের মতো হাই স্পিড ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। ইতিমধ্যেই গোটা দেশে 4G লঞ্চের তোড়জোড় শুরু করে দিয়েছে রাষ্ট্রায়ত্ত সংস্থাটি। টাটা গোষ্ঠীর সঙ্গে হাত মিলিয়ে এই কাজ করছে BSNL।
সম্প্রতি BSNL - এর পুনরুজ্জীবনের জন্য ১.৬৭ লাখ কোটি টাকার আর্থিক প্যাকেজের ঘোষণা করেছে কেন্দ্র। কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, এই অর্থ BSNL-এর পরিষেবা উন্নত করতে ও ছড়িয়ে দিতে ব্যবহার হবে। পাশাপাশি এর ফাইবার নেটওয়ার্ককে প্রসারিত করতে ব্যবহার হবে এই অর্থ। এরফলে 4G সার্ভিস ছড়িয়ে দিতে পারবে BSNL।
কেন্দ্রীয় সরকার ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছে যে, ভারত ব্রডব্যান্ড নেটওয়ার্ক লিমিটেড (BBNL) ও বিএসএনএল-কে সংযুক্ত করা হবে। এর ফলে আরও ৫.৬৭ লাখ কিলোমিটার দীর্ঘ অপটিক্যাল ফাইবার নেটওয়ার্ক পাবে বিএসএনএল যা দেশের ১.৮৫ লাখ গ্রাম পঞ্চায়েতের মধ্যে দিয়ে গিয়েছে। কেন্দ্রের দাবি 4G পরিষেবা শুরু হলে ফের লাভের মুখ দেখবে রাষ্ট্রায়ত্ত সংস্থা বিএসএনএল।