দিনরাত চুলের পরিচর্যা (Hair Care) নিয়ে ভাবছেন, ঘনঘন চুল আঁচড়াচ্ছেন, কিন্তু চুল ঝরেই যাচ্ছে। কোথায় কখন শুনেছিলেন চুলে দিনে অন্তত শ বার চিরুনি না ঠেকালে (combing frequently) চুলের বারোটা বাজবে, কিন্তু তাতেই ক্ষতি হচ্ছে না তো?
অ্যামেরিকান অ্যাকাডেমি অফ ডার্মাটোলজি বলছে দিনে দুবারের বেশি চুল আঁচড়ানোর কোনও দরকার নেই। সকালে ঘুম থেকে উঠে, আর রাতে শোয়ার আগে আঁচড়ালেই যথেষ্ট।
Axar Patel Wedding: ঠিক যেন সফেদ রূপকথা! চুপিসারে বিয়ে করলেন অক্ষর প্যাটেল
ভেজা চুল আঁচড়ানোর সময় খুব সাবধান থাকতে হবে, ভেজা চুলের গোঁড়া আলগা থাকে। তাই চুল ঝরার সম্ভাবনা বেশি, আগে তলার দিক আঁচড়ে নিয়ে তারপর গোড়া আঁচড়াতে হবে।