পুজোর এখনও দু'সপ্তাহ বাকি। অথচ আজ থেকেই দুর্গা পুজো (Durga Pujo 2023) শুরু হয়ে গেল বীরভূমের (Birbhum) কীর্ণাহারের রায় চৌধুরী বাড়ির পুজোর। এই পুজোর বয়স প্রায় ৪০০ বছর। বাংলায় সাধারণত দুর্গা পুজো হয় মহালয়ার পরে ষষ্ঠীর ঘট স্থাপনের মধ্য দিয়ে। কিন্তু এই পুজোর আচার, অনুষ্ঠান এক্কেবারে আলাদা।
কৃষ্ণ নবমী তিথিতে শুরু হয় রায় চৌধুরী বাড়ির এই পুজো। তিথি অনুযায়ী আজই কৃষ্ণ নবমী। তাই আজ সকাল থেকেই সাজোসাজো রব পড়ে গিয়েছে এই বাড়িতে। শোভা যাত্রা করে পুকুর ঘাট থেকে ঘট ভরে দুর্গা পুজো শুরু হয়েছে আজ। প্রতিদিন দুবেলা করে চলবে পুজো। থাকবে অন্ন ভোগেরও আয়োজনও।
আরও পড়ুন - লক্ষ্মী-গণেশ কেউ নেই! এই ৫০০ বছরেরও বেশি পুরনো পুজোয় দেবী দুর্গা আসেন একাই
তবে এখানকার দুর্গাপুজোর অন্য বিশেষত্ব হল, কোনও মূর্তির পুজো হয় না। ঘট স্থাপনের পর, ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত ঘট ও পটের পুজোর মধ্য দিয়ে সাড়ম্বরে পুজো করা হয়। কৃষ্ণ নবমীর বোধনের এই ঘট ঈশান কোণে রাখা হয়। তারপর শুরু হয় এই ঘটের প্রথম পুজো। আগে ছাগল বলি দেওয়ার প্রথা প্রচলন থাকলেও বর্তমানে তা বন্ধ হয়ে চালকুমড়ো বলিদানের প্রথা রয়েছে।