কেউ বলবেন, ভারী সাজে কপালে একটু তিপ না হলে চলে? কেউ আবার বলবেন, একেবারে হালকা সাজলে, শুধু একটা টিপ (Bindi) অন্তত চাই। কেউ বলবেন, মিষ্টি লাগে, কেউ বলবেন তৃতীয় নয়ন, যে যাই বলুক, মেয়েদের ফ্যাশনে নানা ভাবে টিপ কিন্তু ইন।
আজকাল টিপ নিয়েও নানা পরীক্ষা নিরিক্ষা চলছে সাজে। মুখের আকার কেমন, সেটা ভেবে নিয়ে কিছু কিছু টিপ পরলে বেশি মানায়
পান পাতা মুখ
মুখের আকৃতি পান পাতার মতো হলে ছোট গোল টিপ পরলে দেখতে বেশি ভাল লাগবে। । চাইলে ছোট পাথরের টিপও পরতে পারেন।
ডিম্বাকৃতি মুখ
আপনার মুখের শেপ ওভাল হলে গোল টিপ পরতে পারেন। শাড়ির সঙ্গে তো বটেই, সালোয়ার-কামিজ কিংবা জিন্সের সঙ্গেও পরতে পারেন এই ধরনের টিপ। ভাল দেখাবে। ওভাল মুখে লম্বা কোনও টিপ পরবেন না।
Underpaid employee: বেতন নিয়ে সন্তুষ্ট নন অধিকাংশ কর্মীই, বলছে সমীক্ষা
গোল মুখ
গোল মুখে সরু, একটু লম্বাটে টিপ পরতে পারেন। মুখ সরু দেখাবে। তবে যদি একান্তই গোল টিপ পরতে চান, সে ক্ষেত্রে একেবারে ছোট মাপের গোল টিপ পরতে পারেন।
চৌকো মুখ
মুখের গড়ন যদি হয় চৌকো, গোল টিপ-ই বেশি ভালমানায়। তবে টিপের আকার যেন বড় না হয়। তাতে মুখ আবার বেশি বড় দেখাবে। তবে খুব ছোট টিপ না পরলেই ভাল।