ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, যম দুয়ারে পড়ল কাঁটা... এই মন্ত্র পড়ে বছরের একটা দিনে ভাই বা দাদাদের মঙ্গল কামনায় ভাইফোঁটা (Bhai Phota 2023) পালন করেন বোন এবং দিদিরা। গোটা দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পালিত হয় এই উৎসব। কোথাও ভাইফোঁটা, কোথাও ভাইদুজ, কোথাও ভাইবিজ আবার কোথাও বা ভাইটিকা।
কিন্তু কেন পালিত হয় এই উৎসব জানেন?
কথিত আছে, এই ভাইফোঁটার উৎপত্তি হয়েছে মৃত্যুর দেবতা যমের থেকে। এই বিশেষ তিথিতে যমরাজ তাঁর বোন যমুনার থেকে ফোঁটা নিয়েছিলেন। সেই কারণে এই উৎসবকে 'যমদ্বিতীয়া'ও বলা হয়।
আরও পড়ুন - 'যম দুয়ারে পড়ল কাঁটা'...১৪, না ১৫, এবার ভাইফোঁটা কবে?
আবার অন্যমতে, শ্রীকৃষ্ণ নরকাসুরকে বধ করার পর বোন সুভদ্রার কাছে গিয়েছিলেন। সেই সময় সুভদ্রা তাঁর কপালে ফোঁটা দিয়ে মিষ্টি খেতে দিয়েছিলেন। সেই থেকেই ভাইফোঁটা উৎসবের উৎপত্তি।