BGMI Banned: পাবজির পর বিজিএমআই গেম, সরকারি নির্দেশে নিষিদ্ধ হল ভারতে

Updated : Aug 06, 2022 17:03
|
Editorji News Desk

পাবজির বিকল্প হিসেবে লঞ্চ হওয়া ব্যাটলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া (Battlegrounds Mobile India) গেমটিও ভারতে নিষিদ্ধ করল সরকার। 

2020 সালে ভারতে পাবজি মোবাইল-সহ একাধিক চিনা অ্যাপ ব্যান করা হয়। জাতীয় নিরাপত্তার স্বার্থেই অ্যাপগুলিকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এবার সরকারের তরফে গুগল প্লে স্টোর এবং অ্যাপল অ্যাপ স্টোর থেকে ব্যাটলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া বা বিজিএমআই (BGMI Banned) গেমটিকেও ব্লক করার নির্দেশ দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার রাত থেকেই গুগল এবং অ্যাপলের অ্যাপ স্টোর থেকে বিজিএমআই গেমটিকে সরিয়ে দেওয়া হয়। 

ইতিমধ্যে গুগলের তরফে এই বিষয়ে একটি বিবৃতি দেওয়া হয়েছে। গুগল জানিয়েছে, সরকারের তরফে নির্দেশ পাওয়ার পরেই গেমটিকে সরানো হয়েছে। তবে অ্যাপলের তরফে এখনও কোনও বিবৃতি আসেনি।

CWG Games 2022: বার্মিংহাম কমনওয়েলথে ভারতের প্রথম পদক, ভারোত্তোলনে রুপো সংকেত সরগরের

এদিকে গেমের ডেভেলপার সংস্থা ক্রাফটন দাবি করছে, কেন গেমটিকে ব্যান করার নির্দেশ দেওয়া হল, তার কারণ তারা জানে না। তাঁদের বক্তব্যষ “আমরা সরকারের সঙ্গে কথা বলে সমস্যাগুলি সমাধানের জন্য কাজ করছি এবং যত দ্রুত সম্ভব গেমটিকে ভারতে ফেরানোর চেষ্টা করছি। ”

তবে যাঁদের মোবাইলে বিজিএমআই গেমটি ইতিমধ্য়ে ডাউনলোড রয়েছে, তাঁরা এখনও খেলা চালিয়ে যেতে পারবেন। কিন্তু নতুন করে গেমটি ডাউনলোড করতে গেলে তা আর সম্ভব হবে না। 

উল্লেখ্য, গত সপ্তাহে ব্যাটলগ্রাউন্ডস মোবাইল ভারতে নিষিদ্ধ হওয়ার বিষয়টি রাজ্যসভায় উঠেছিল। এই গেম শিশুদের উপর ক্ষতিকারক প্রভাব ফেলছে বলে অভিযোগ বিভিন্ন মহলের। কয়েক দিন আগে উত্তর প্রদেশের লখনউয়ের বিজিএমআই গেম খেলা থেকে সন্তানকে বাধা দেওয়ায় ছেলে রেগে গিয়ে মা’কে খুন করে। সেই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছিল গোটা দেশে।

 

BGMIbgmi account ban

Recommended For You

editorji | লাইফস্টাইল

ঘটা করে আলাদা দিন, অথচ ছক ভাঙলেই প্রশ্নের মুখে মায়েরা! মাতৃদিবসের কড়া সত্যি এটাই

editorji | লাইফস্টাইল

Digha Jagannath Temple: পুরীর জগন্নাথ মন্দিরেই চৈতন্য দেবকে খুন করা হয়েছিল? জেনে নিন রোমহর্ষক কাহিনী

editorji | লাইফস্টাইল

Jagannath: জগন্নাথই কৃষ্ণ, আবার তিনি আদিবাসীদেরও দেবতা! রইল নানা অজানা তথ্য

editorji | লাইফস্টাইল

Darjeeling Day tour: এক দুপুরে দার্জিলিং...বৈশাখের দাপটে পাহাড়ের রানি যেন একটুকরো স্বর্গ

editorji | লাইফস্টাইল

Offbeat Tabakoshi: মিরিকের কাছেই চা বাগানে ঘেরা তাবাকোশি যেন এক টুকরো স্বর্গ