বাইরে বেরিয়েছেন। শৌচাগারের প্রয়োজন হলেই অনেকেই কাছেপিঠের শপিং মলে ঢুকে পড়েন। কারণ, শপিং মলের শৌচাগার সাধারণত পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। কিন্তু চিন্তায় ফেলল সাম্প্রতিক এক ঘটনা। সম্প্রতি, এক শপিং মলের শৌচাগারের সামনে এক ব্যক্তির পথ আটকে দাঁড়ান মলের নিরাপত্তারক্ষী। বিল দেখতে চাওয়া হয়।
বেঙ্গালুরুর এক শপিং মলে কেনাকাটা করতে গিয়েছিলেন এক ব্যক্তি। বাড়ি থেকে শপিং মল ছিল দূরে। অনেকটা পথ যাত্রা করেছিলেন। শপিং মলে পৌঁছেই শৌচালয়ের খোঁজ করতে থাকেন তিনি। শৌচালয়ের দরজার মুখেই বাধা দেওয়া হয় তাঁকে। কেনাকাটার বিল দেখতে চাওয়া হয়। বিল দেখাতে না পারায় শৌচালয় ব্যবহার করতে না দিয়ে ফিরিয়ে দেওয়া হয়েছে ওই ব্যক্তিকে। রেডিটে পোস্ট করে সেই ঘটনারই উল্লেখ করেছেন এক ব্যক্তি। বিল দেখিয়েও শৌচালয়ে প্রবেশ করতে পারেননি অন্য এক ব্যক্তি।
তরুণী নিরাপত্তারক্ষী দাবি করেন, ওই বিশেষ শৌচালয় তাঁরাই ব্যবহার করতে পারেন, যারা কম করে , হাজার টাকার কেনাকাটা করেছেন। বাকি ক্রেতারা শপিং মলের অন্য ফ্লোরে যে শৌচালয়গুলি রয়েছে, সেগুলি ব্যবহার করবেন। শপিং মল কর্তৃপক্ষের তরফে নাকি এমনই নির্দেশ দেওয়া আছে বলে জানিয়েছেন ওই নিরাপত্তারক্ষী।
কলকাতা বা এ রাজ্যের শপিং মলে অবশ্য এ ধরণের বিজ্ঞপ্তি এখনও চোখে পড়েনি। তবে রাস্তাঘাটে পরিচ্ছন্ন শৌচাগারের অভাব যে রয়েছে, এবং সে কারণেই যে কেনাকাটা না করার থাকলেও শপিং মলে যেতে হচ্ছে, সে কথা স্বীকার করছেন অনেকেই।