ফ্যাশনিস্তাদের মরসুম শেষ হয়ে গেলেও, সেই মরসুমের প্রভাব এখনও রয়ে গিয়েছে তুমুলভাবে! কোপার্নির পর এবার আরও এক বিশ্বখ্যাত ব্র্যান্ড ব্যালেন্সিয়াগা'র ২০২৩ সালের স্প্রিং-সামার কালেকশন চোখ টানছে অনলাইন শপারদের!
ব্যালেন্সিয়াগার ক্রিয়েটিভ ডিরেক্টর ডেমনা ভ্যাসালিয়া সবসময়ই কিছু না কিছু চমক নিয়েই আসেন ক্রেতাদের জন্য। সম্প্রতি, প্যারিস ফ্যাশন উইকে এই ব্র্যান্ড তাদের নতুন কালেকশন বাজারে আনল। আর সেই সঙ্গেই তা নিয়ে শুরু হল জল্পনা, যা অচিরেই পৌঁছে গেল শিখরে! তার মধ্যে একটি হল আলুর চিপসের ব্যাগ! হ্যাঁ! ঠিকই শুনলেন আপনি!
ওই ফ্যাশন শো'তে মডেলদের দেখা যায় আলুর চিপসের ব্যাগ নিয়ে হাঁটতে! যে ব্যাগে একটি জিপার রয়েছে এবং তার সঙ্গেই রয়েছে আমাদের সকলের পরিচিত 'লে'জ'-এর লোগো।
প্রত্যাশামতোই সোশ্যাল মিডিয়ায় রীতিমত আলোচনা শুরু হয়ে যায় এই বিশেষ ডিজাইন নিয়ে! তার সঙ্গে আরেকপক্ষ শুরু করে নিন্দার ঝড়! তাঁদের যুক্তি, এত সাধারণ জিনিসকে এত বেশি দামে বিক্রি করার কোনও অর্থ নেই!
লে'জ-এর বিভিন্ন ফ্লেভারের ও বিভিন্ন ডিজাইনের এই ব্যাগ পাওয়া যাবে বাজারে। এখন আপনিই ঠিক করুন, নিজের অ্যাকসেসরিজের সংগ্রহে প্রিয় চিপসের ডিজাইনে তৈরি ব্যাগ রাখবেন কি না!