প্রথমবার বিমানে ওড়ার আগে কিছু জিনিস মাথায় রাখা ভালো৷ বা যাঁরা প্রায়শই যাতায়াত করেন তাঁরাও এই কয়েকটি জিনিস একটু মিলিয়ে নিতে পারেন ফ্লাইটে ওঠার আগে৷ যদিও ভারতে যাত্রীদের কোনও নির্দিষ্ট ড্রেসকোড নেই তবুও ভ্রমণ বিশেষজ্ঞদের মতে বিমানে কিছু জিনিস পরা উচিৎ নয়।
শুধু বিমান নয়, যেকোনও ক্ষেত্রেই ভ্রমণের সময় পা পরিস্কার রাখা জরুরি। কেননা পাবলিক ট্রান্সপোর্টের কার্পেট, মেঝে, টয়লেট নোংরা হয়। তাই পুরুষ মহিলা উভয় ক্ষেত্রেই জুতো পরা ভালো।
বিমানে ভারী গহনা, বেল্ট পরে না ওঠাই ভাল৷ অনেকসময় সিকিউরিটি চেক ইন করার সময় খুলে ফেলতে হয়। তাই ঝামেলা এড়িয়ে চলুন।
আকাশপথে আবহাওয়া কেমন হবে আন্দাজ করা কঠিন৷ প্রয়োজনে ব্যবহার করা যায় এমন একটি হালকা চাদর বা জ্যাকেট সঙ্গে রাখতে পারেন। খুব পাতলা পোশাক না পরাই ভালো।
বিমানে তীব্র সুগন্ধী না ব্যবহার করাই ভাল, এতে পাশের যাত্রীর অসুবিধা।
Mamata Banerjee : সোমবার থেকে টানা ৬দিন ছুটি রাজ্যের সব শিক্ষা প্রতিষ্ঠান, নির্দেশ মুখ্যমন্ত্রীর