মাসিকের যন্ত্রণা কিছু নারীদের কাছে সহ্যাতীত। যদিও তাই নিয়েই কাজ করে যেতে হয় তাঁদের। বিশ্বব্যাপী মেনস্ট্র্যুয়াল হাইজিন ডে-র আগে এভারটিন দ্বারা পরিচালিত একটি সমীক্ষায় দেখা গিয়েছে যে প্রায় ৭৩ শতাংশ মহিলা চান মাসিকের সময় তাঁদের সংস্থা ছুটির অনুমতি দিক।
১৮ থেকে ৩৫ বছর বয়সী ১০,০০ এরও বেশি মহিলা দিল্লি, মুম্বাই এবং বেঙ্গালুরু সহ বিভিন্ন শহর থেকে জরিপে অংশ নিয়েছিলেন। মাসিক হাইজিন সমীক্ষা রিপোর্ট ২০২৩, এও প্রকাশ করেছে যে ৭১.৭ শতাংশ মহিলা মাসিকের ছুটি নিলেও বেতন চান না। এতে সংস্থাগুলি মহিলা কর্মচারী নিতে অনীহা প্রকাশ করতে পারে।
Skin Care : ত্বকের যত্ন নিতে মুখে দিনের পর দিন লেবুর রস লাগাচ্ছেন ? কতটা ক্ষতি হচ্ছে জানেন ?
এছাড়াও, সমীক্ষায় অংশগ্রহণকারীদের ৮৬.৬ শতাংশ মাসিক-বান্ধব কর্মক্ষেত্রের পক্ষে ছিল যেখানে নারীদের বিষয়টি নিয়ে খোলামেলা আলোচনা করতে দ্বিধা করতে হবে না।