শনিবার দেশজুড়ে পালিত হচ্ছে ৭৪ তম সেনা দিবস (Army Day) । প্রতি বছর এই দিনে দেশের বীর সেনা, যাঁরা দেশের জন্য আত্ম বিসর্জন দিয়েছেন, তাঁদের শ্রদ্ধা জানানো হয় । এই দিনই দেশের প্রথম সেনাপ্রধান হিসাবে দায়িত্ব নেন ফিল্ড মার্শাল কে এম কারিয়াপ্পা (KM Cariappa) ।
১৮৯৫ সালে ভারতীয় সেনাবাহিনীর (Indian Army) প্রতিষ্ঠা হয় । তবে, ১৯৪৯ সালে ১৫ জানুয়ারি, ব্রিটিশ কমান্ডার অফ চিফ জেনারেল ফ্রান্সিস বুচার (Francis Bucher) ভারতীয় সেনাবাহিনীর ক্ষমতা হস্তান্তর করেন লেফটেন্যান্ট জেনারেল কে এম কারিয়াপ্পার হাতে ।
ফিল্ড মার্শাল কারিয়াপ্পা ভারতীয় সেনাবাহিনীর অন্যতম সেরা জেনারেল হিসাবে পরিচিত । তিনি সামরিক প্রশিক্ষণ নেন প্রথম বিশ্বযুদ্ধের সময় এবং ইন্দোরের ক্যাডেট কলেজে কিং কমিশনড ইন্ডিয়ান অফিসারদের(King’s Commissioned Indian Officers) প্রথম ব্যাচের জন্য নির্বাচিত কয়েকজনের মধ্যে ছিলেন ।
১৯৪৭ সালে ভারত-পাক যুদ্ধের সময় ভারতীয় সেনাবাহিনীর নেতৃত্ব দেন তিনি । সফলভাবে জোজিলা(Zojila), দ্রাস (Drass) এবং কার্গিল (Kargil) পুনরুদ্ধার করেন এবং লেহ-এর সঙ্গে একটি সংযোগ স্থাপন করেন । ১৯৫৩ সালে তিনি অবসর গ্রহণ করেন ।
আরও পড়ুন, Bipin Rawat: ষড়যন্ত্র নয়, আবহাওয়ার বদলেই রাওয়াতের চপার দুর্ঘটনা, বলছে তদন্ত রিপোর্ট
১৯৮৬ সালে তাঁকে ফিল্ড মার্শালের (Field Marshal) সর্বোচ্চ র্যাংক দেওয়া হয়েছিল । তাঁর আগে এই খেতাব পান শ্যাম মানেকশ (Sam Manekshaw) ।
প্রতি বছর এই দিনে সব সেনা হেডকোয়ার্টারে প্যারেড (Parades) অনুষ্ঠিত হয় । অন্যদিকে, দিল্লির কারিয়াপ্পা ময়দানে সেনাপ্রধানের সভাপতিত্বে কুচকাওয়াজ হয় । এই অনুষ্ঠানে গ্যালান্ট্রি অ্যাওয়ার্ডস (Gallantry awards) এবং সেনা পদকও (Sena medals) প্রদান করা হয় ।