ত্বকের যত্ন নেওয়ার জন্য আমরা অনেকেই ঘরোয়া টোটকা ব্যবহার করি । এই যেমন অনেকেই সরাসরি লেবুর রস মুখে লাগান । কিন্তু, তাতে যে কতটা ক্ষতি হচ্ছে চামড়ার, তা জানেন ? একজন ত্বক বিশেষজ্ঞের মতে, ত্বকে সরাসরি লেবুর রস লাগানো উচিৎ নয় । হাইপারপিগমেন্টেশনের সমস্যা হতে পারে ।
ত্বকে সরাসরি ভিটামিন সি সমৃদ্ধ ফলের রস ব্যবহার করলে কী ক্ষতি হতে পারে, সেই বিষয়ে টুইটারে ব্যাখ্যা করেছেন টিয়ারা উইলিস । লেবুতে সাইট্রিক অ্যাসিড থাকে । যাঁদের ত্বক সেনসেটিভ তাঁদের জন্য সাইট্রিক অ্যাসিড ত্বকে চুলকুনি, শুষ্ক হয়ে যাওয়া, পিগমেন্টেশনের মতো সমস্যা তৈরি করতে পারে। তাহলে কী করবেন ?
উইলিসের মতে, ত্বকের জন্য ভিটামিন সি সিরাম ব্যবহার করা উচিৎ । আর ফলের পুষ্টি নেওয়ার জন্য তা মুখে ব্যবহারের বদলে খেতে হবে । তাতে উপকার বেশি ।