আংটিতে ৫০,৯০৭ হিরে বসিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড তৈরী করলেন এক ভারতীয় গহনা বিক্রেতা। মুম্বইয়ের এইচ কে ডিজাইন ও হরি কৃষ্ণ এক্সপোর্ট প্রাইভেট লিমিটেডের ওই দোকানে তৈরী একটি হিরের আংটি এখন শিরোনামে। যাতে রয়েছে বহুমূল্যবান প্রায় ৬০ হাজারটি হিরে। এই বিশেষ আংটিটির নাম দেওয়া হয়েছে ইউটেরিয়া, যার অর্থ প্রকৃতির সঙ্গে একাত্ম।
আংটিটি দেখতেও অপূর্ব। একটি সূর্যমুখী ফুলের উপর বসে রয়েছে প্রজাপতি, আংটিতে এই মোটিফই ফুটিয়ে তোলা হয়েছে। দীর্ঘ ৯ মাস ধরে আংটিটি তৈরী করা হয়েছে, এবং এর দাম প্রায় ৬ কোটি ৪০ লক্ষ টাকা। ১৮ ক্যারেটের সোনার উপর হিরে বসিয়ে তৈরি এই আংটি।