রসবোধ কাকে বলে, বুঝিয়ে দিল আমেরিকান কাউনসিল অন সায়েন্স অ্যান্ড হেলথ। বাড়িতে আসা অতিথিকে তাড়াতে গ্রিন টি অফার করার বিধান দিল তাঁরা, তবে অবশ্যই মজা করে, এক ফেসবুক পোস্টে। সেই পোস্ট আপাতত ভাইরাল।
গ্রিন টি পানের উপকারিতা অনেক, সেই নিয়ে লক্ষ লক্ষ আর্টিকল রয়েছে। নিয়মিত খবরের কাজগ, সোশ্যাল মিডিয়া থেকে মেডিক্যাল জার্নালে সে সব নিয়ে আলোচনা চোখে পড়ে। কিন্তু এত কিছু সত্ত্বেও দুধ চা, বা সুগন্ধী চা পানের অভ্যেস ছেড়ে এই গ্রিন টি পানের অভ্যাস করা ভীষণ শক্ত হয়ে ওঠে, কারণ একটাই, স্বাদে তেমন ভাল নয়। সে সব কথা মাথায় রেখেই এক মজাদার পোস্ট দিল আমেরিকান কাউনসিল অন সায়েন্স অ্যান্ড হেলথ।
বাড়িতে অতিথিকে গ্রিন টি পরিবেশন করার গুণাবলী লেখা রয়েছে সেই পোস্টে। কী কী উপকারিতা, জানতে চান?
নিজেকে ভীষণ ধনী প্রতিপন্ন করা যায়
দুধের খরচ বাঁচে
গ্রিন টি-এর সঙ্গে বিক্সুট দেওয়ার দরকার হয় না
এক কাপের পর অতিথি আরেক কাপের বায়না করেন না
এবং সর্বোপরি, অতিথিরা আর দ্বিতীয়বার বাড়িতে ফিরে আসেন না
রসিকতা করে শেয়ার করা সেই পোস্টের রিচ আকাশ ছোঁয়া, দেদার শেয়ারও হচ্ছে তা।