বায়ুদূষণের ফলে হাজারো রকমের রোগের উৎপত্তি। এ কথা বহু বছর ধরেই প্রমাণ করে এসেছেন বিজ্ঞানী এবং চিকিৎসকেরা। এবার কলম্বিয়া ইউনিভার্সিটির মেলম্যান স্কুল অব পাবলিক হেলথের একটি গবেষণায় উঠে এলো চমকপ্রদ তথ্য। মেনোপজের পর মহিলাদের হাড়ে বায়ুদূষণের মারাত্মক নেতিবাচক প্রভাব পড়ে।
মানবদেহের হাড়ে বায়ুদূষণের প্রভাব নিয়ে গবেষণা হয়েছে এর আগেও। তবে, এই প্রথমবার, বিশেষ করে মেনোপজ হয়ে যাওয়ার পরে মহিলাদের শরীরে বায়ুদূষণের প্রভাব নিয়ে এই প্রথমবার গবেষকদের পূরণাঙ্গ রিপোর্ট প্রকাশিত হল।
ই-ক্লিনিক্যাল মেডিসিন জার্নালে প্রকাশিত হয়েছে এই গবেষণাপত্রটি। ১ লক্ষ ৬১ হাজার ৮০৮ জন মেনোপজ-পরবর্তী নারীর ওপর এই পরীক্ষা চালানো হয়। জানা গিয়েছে, যে নাইট্রাস অক্সাইড মেনোপজের পর নারী দেহের হাড়কে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত করে, তার উৎস হল চারপাশের বায়ুদূষণ।
গবেষণার শুরুতে গবেষকরা হাড়ের ভিতরের জলের ঘনত্ব পরীক্ষা করেন এবং তারপর যথাক্রমে এক বছর, তিন বছর এবং ছ'বছরের ব্যবধানে ডুয়াল এনার্জি এক্স-রে'র মাধ্যমে গবেষণা চালিয়ে গবেষকদের দল এই ফল পেয়েছেন বলে জানা গিয়েছে।