আজ বিশ্ব পরিবেশ দিবস । পরিবেশ রক্ষা ও সংরক্ষণের প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতনতা বাড়াতে প্রত্যেক বছর ৫ জুন দিনটি পালন করা হয় । সোমবারও পালন করা হচ্ছে বিশ্বজুড়ে, কোথাও লাগানো হচ্ছে গাছ, কোথাও সচেতনতার বার্তা দেওয়া হচ্ছে । কিন্তু, এসবের মাঝেই সাম্প্রতিক গবেষণা পরিবেশবিদদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে । গবেষণায় বলা হচ্ছে, পৃথিবীতে বেঁচে থাকার ৯টি রসদের মধ্যে ৭টিই মাত্রাতিরিক্তভাবে ব্যবহার করে ফেলেছে মানুষ ।
নেচার জার্নালে প্রকাশিত গবেষণায় বলা হয়েছে, বেঁচে থাকার ৯টি রসদের মধ্যে রয়েছে, বায়োস্ফিয়ার ইনটিগ্রিটি, ভূমি ব্যবস্থার পরিবর্তন, স্বাদু জলের ব্যবহার, স্ট্র্যাটোস্ফিয়ারিক ওজোন হ্রাস ইত্যাদি । এখনও পর্যন্ত, আমরা ভূমি ব্যবস্থার পরিবর্তন, স্বাদু জলের ব্যবহার, জলবায়ু পরিবর্তন সহ মোট ৭ টি উপাদানকে মাত্রাতিরিক্ত হারে ব্যবহার করে ফেলেছি । যা এখন বিপদসীমার ঊর্ধ্বে চলে গেছে ।
প্রকৃতি (Environment) আমাদের মা । আর মায়ের খেয়াল রাখার দায়িত্বও তো সন্তানদের অর্থাৎ আমাদের । আর মা ভাল থাকলেই তো তাঁর সন্তানও ভাল থাকবে । তাই পরিবেশকে রক্ষা করুন, সুস্থ থাকুন, ভবিষ্যত প্রজন্মকেও উপহার দিন একটি সুন্দর পৃথিবী ।