ভারতীয় খাবারের বৈচিত্র সারা পৃথিবীতে সমাদৃত৷ আমরা খেতেও ভালোও বাসি খুব৷ কিন্তু এমন কিছু খাবার আছে, যেগুলি ভারতীয়দের খুবই প্রিয়, কিন্তু অন্য কয়েকটি দেশে নিষিদ্ধ। আসুন, দেখে নিন একনজরে।
মার্কিন যুক্তরাষ্ট্রে ঘি নিষিদ্ধ। মনে করা হয়, ঘি খেলল হার্ট অ্যাটাক হতে পারে, বাড়তে পারে রক্তচাপ এবং স্থুলতার সমস্যা।
Orange Peel Benefits: দাঁত সাদা রাখতে চান? মুশকিল আসান করবে কমলা লেবুর খোসা
তিনকোণা এই খাবারটি আমাদের ভীষণ প্রিয়। কিন্তু সোমালিয়ায় সামোসা নিষিদ্ধ। সিঙাড়ার ত্রিকোণ আকৃতি কে আল শাবাব গোষ্ঠী ক্রিশ্চিয়ানিটির প্রতীক মনে করে।
কানাডার সরকার ২০০৫ সালে চবনপ্রাস নিষিদ্ধ করে। বলা হয়েছিল, চবনপ্রাসে প্রচুর সিসা ও পারদ আছে।
টিনএজাররা প্রচুর কেচাপ বা সস খেত, তাই ফরাসি সরকার নিষিদ্ধ করেছিল খাবারটিকে।
পরিচ্ছন্নতার জন্য প্রসিদ্ধ সিঙ্গাপুর চিউয়িংগাম নিষিদ্ধ করেছিল। যাতে কেউ রাস্তায় বা অন্যত্র সেটিকে আটকে দিতে না পারে।