'শহর জুড়ে যেন প্রেমের মরসুম'। দড়জায় কড়া নাড়ছে প্রেম দিবস । ১৪ ফেব্রুয়ারি 'ভ্যালেন্টাইনস ডে' (Valentines Day 2023) । ভালবাসার বিশেষ দিনটি বিশেষ মানুষের জন্য কীভাবে স্পেশ্যাল করে তুলবেন ভেবেছেন ? নানারকম উপহার তো আছেই, তবে প্রেম দিবসে হাতে হাত রেখে কোথাও একটু ঘুরতে না গেলে কী হয় ? আর কলকাতার মতো শহরের আনাচে-কানাচে লুকিয়ে রয়েছে প্রেম । আর প্রেম দিবসে হাতে হাত রেখে ঘোরার জায়গাও কি কম ! 'ভ্যালেন্টাইন্স ডে'(Valentines Day 2023)-তে প্রেমিকাকে নিয়ে কোথায় যাবেন ? রইল কলকাতার (Kolkata) সেরা পাঁচ জায়গার খোঁজ ।
ভিক্টোরিয়া মেমোরিয়াল : ভ্যালেন্টাইন্স ডে-র দিন প্রেমিক-প্রেমিকা কিংবা যুগলদের আদর্শ ঘোরার জায়গা হল ভিক্টোরিয়া । ছোট দীঘির ধারে প্রিয় মানুষটির কাঁধে মাথা রেখে সুখ-দুঃখের গল্প বলা, কিংবা হাতে হাতে রেখে ছোট নুড়ি -পাথর বিছানো রাস্তায় হেঁটে যাওয়া, আর ভিক্টোরিয়া থেকে বেরোলেই পাপড়ি-চাট কিংবা আইসক্রিম...আর এই মুহূর্তগুলি ক্যামেরাবন্দী করতে ভুলবেন না কিন্তু ।
নন্দন : প্রেম করবেন আর নন্দনে আসবেন না, তা কি হয় ! চায়ের ভাঁড়ে চুমুক দিতে দিতে মনের মানুষটির সঙ্গে দেদার আড্ডা দিতে পারেন এখানে । কিংবা গানে গানে মনের কথাটিও বলে দিতে পারেন । ইচ্ছা হলে সিনেমাও দেখে নিতে পারেন ।
আরও পড়ুন, Period bloating : পিরিয়ডের সময় গ্যাসে পেট ফুলে যায় ? এই পাঁচটি খাবার খেলে মিলতে পারে মুক্তি
প্রিন্সেপ ঘাট : বাঙালির ভ্যালেন্টাইন্স ডে হোক কিংবা ১৪ ফেব্রুয়ারির প্রেম দিবস,প্রিন্সেপ ঘাট সময় কাটানোর আদর্শ জায়গা । বিশেষ দিনগুলিতে এখানে প্রেমিক-প্রেমিকাদের ভিড়ও দেখা যায় । শুধু প্রেমিক-প্রেমিকা নয়, বিবাহিত জীবনের দীর্ঘদিনের সঙ্গীর হাত ধরে চলে আসুন প্রিন্সেপ ঘাট । প্রাকৃতিক সৌন্দর্য্য উপভোগ করতে করতে নিজের মতো করে দিনটা কাটান ।
ইকো পার্ক : সবুজের ছোঁয়ায়,নির্জনতায় কিছুটা সময় কাটাতে চাইলে ভ্যালেন্টাইন্স ডে-তে চলে আসুন ইকো পার্ক । গঙ্গার ধারে একটু ফটো সেশন, খাওয়া-দাওয়া আর অনেকটা সময় একসঙ্গে কাটিয়ে প্রেমের দিনটি স্পেশ্যাল করে তুলুন ।
ময়দান : ভ্যালেন্টাইন্স ডে, ময়দান যাবেন না, তা কী হয় ? হাতে হাত রেখে ময়দানের সবুজ ঘাসের উপর দিয়ে না হাঁটলে প্রেম যেন ঠিক জমে না ।