ভ্যালেন্টাইন সপ্তাহের (Valentine's Week) সাতটা দিন বেশ প্রেমেই কেটেছে । এবার শুরু হয়েছে অ্যান্টি-ভ্যালেন্টাইনস সপ্তাহ (Anti Valentine Week) । অনেকে বলেন, এই সপ্তাহটা সিঙ্গেল (Single) মানুষদের জন্য । রাগ, ক্ষোভ প্রকাশের সাতটা দিনের উদযাপন । তাই তো কোনওটার নাম কিক ডে (Kick Day), কোনওটা আবার স্ল্যাপ ডে (Slap Day) । তবে আজকের দিনটা রাগের বা ক্ষোভের নয় । কাউকে খুব করে মনে করার দিন, হারিয়ে যাওয়া সময়কে মনে করার দিন । আজ, ২০ ফেব্রুয়ারি মিসিং ডে (Missing Day) ।
হারিয়ে যাওয়া ভালবাসা, তার সঙ্গে কাটানো ছোট ছোট মুহূর্ত, আবেগকে জানান দেওয়ার সুযোগ করে দেয় আজকের দিনটি । কিংবা যাঁরা লং ডিসট্যান্স রিলেশনশিপে রয়েছেন, এই দিনটা তাঁদের জন্যই । তবে শুধু সঙ্গী নয় । আপনি যাকে সবথেকে বেশি ভালবাসেন, সে বাবা-মা হোক বা বন্ধু-বান্ধব, তাদের সঙ্গে কাটানো সময়গুলো আজ ভীষণভাবে মিস করতে পারেন ।
আরও পড়ুন, Confession Day: ফোন নয়, মন খোলা থাক, সঙ্গীকে বলে ফেলুন লুকোনো সব কথা
জীবনে চলার পথে শুধু এই বিশেষ দিনই নয়, যে কোনও সময় যে কোনও মুহূর্তে আপনি আপনার ভালবাসার মানুষকে, কাছের মানুষকে মিস করতেই পারেন । তাই মনে করুন, মিস করুন । কিন্তু, মন খারাপকে স্থায়ী হতে দেবেন না । হ্যাপি মিসিং ডে ।