নতুন বছর। তবে ব্যবহার করা যাবে পুরনো ক্যালেন্ডারই। না গত বছরের নয়। তবে, প্রায় ৩০ বছর আগের। কারণ ১৯৯৬ সালের সঙ্গে হুবহু মিল রয়েছে ২০২৪ সালের। দুটি বছরেরই প্রথম দিন শুরু হয়েছে সোমবার। আর দুটি বছরেই লিপ ইয়ার রয়েছে। যা ইতিমধ্যেই ৯০ দশকের স্মৃতি উসকে দিয়েছে।
ইন্টারনেটের মাধ্যমে ছড়িয়ে পড়েছে ১৯৯৬ সালের ক্যালেন্ডার। যা দেখে স্মৃতি বিজড়িত হয়ে পড়েছেন ৯০ দশকের অনেকেই। কেউ আবার প্রায় তিন দশকের পুরনো এই ক্যালেন্ডার জোগাড় করতে চাইছেন। টুইটারে ৯০ দশকের শিশু শিল্পী জনাথন টেইলর থমাসের ছবি-সহ ক্যালেন্ডার ভাইরাল হয়েছে।
আরও পড়ুন - মহিলা চিকিৎসকদের হাতেই বেশিদিন বাঁচেন বয়স্করা, বলছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষণা
১৯৯৬ সালের শত শত ক্যালেন্ডার বিক্রিও হয়ে গিয়েছে। বার্বি থেকে শুরু করে কানাডিয়ান-আমেরিকান মডেল ও অভিনেত্রী পামেলা অ্যান্ডারসন ছবি দিয়ে প্রচ্ছদ করা সেই সব ক্যালেন্ডারগুলির দর উঠেছে ৫০ থেকে প্রায় ২০০ ডলার পর্যন্ত। সেই সময় ফ্যাশন, সেই সময়ে হেয়ার স্টাইল-সহ তৎকালীন ক্যালেন্ডার মডেলের ছবি দেখে রীতিমতো স্মৃতি সাগরে ডুব দিয়েছেন ৯০ দশকের ছেলে মেয়েরা।