দেশ জুড়ে সাজো সাজো রব , আলো আলো রঙ। চলছে রোশনাই-এর উদযাপন। দীপাবলি বা দিওয়ালি যাই বলুন না কেন, ঝলমল করার দিন। প্রদীপ জ্বালানোর সময় বা ফানুস ওড়ানোর সময় ছবি তো তুলতে হবে? তাই সাজতেও হবে সুন্দর করে, রইল দুরকমের টিপস।
কালীপুজোর দিন বাজি পোড়ানো, মোম জ্বালানো , বা পুজোয় নানা কাজ থাকে। বাঙালিরা বিশেষত এই দিনে বেঁচে নিতে পারেন টকটকে লাল একটি শাড়ি। পায়ে পরতে পারেন আলতা। সঙ্গে হালকা সোনার গয়নাও বেশ লাগবে।
Aditi Munshi- Kali Pujo: অদিতি মুন্সী বলবেন বাংলার নানা কালী কথা , নয়া চমক জি বাংলা সিনেমায়
আর যদি আপনি থাকেন দিওয়ালি পার্টি মুডে , বেশ মানাবে একটা থ্রি পিস কুর্তা, চোলি, দুপাট্টার সেট। সঙ্গে ভাল যাবে গোল্ডেন গয়না। মেকআপে একটু বেশি হাইলাইটার ভালোই লাগবে।