সারা জীবন ধরে কত না বলা কথা জমিয়ে রাখি আমরা। আর কথা জমে জমে পাথরের মতো ভারী হয়ে ওঠে। না পারা যায় তাকে ফেলতে। না একা একা বইতে পারা যায়। আজ, ১৯ ফেব্রুয়ারি, সেরকম এক দিন। ইংরেজিতে যাকে বলে কনফেশন ডে (Confession Day)
কেন কথা জমিয়ে রাখি আমরা? আসলে বলতে ভয় পাই? যে কথা স্বীকার করলে, খুলে বললে পরিণতি ভালো নাও হতে পারে, সে কথা ঢেকে রাখতে চাই। আর সেটা করতে গিয়েই বড্ড ভারী হয়ে যায় জীবন। আজ শুধু নিজের মনের গোপন কথা বলার চেষ্টা করুন, দেখুন, হালকা লাগবে। আর, সত্যি বলার পরেও আগের মতোই সূর্য ওঠে, পাখি ডাকে, খিদে পায়, সব হয়, স-অ-অ-ব!
নিজের কথা খুলে বলুন আপনার সঙ্গীকে। আর অন্য দিকের মানুষটার প্রতি একটু সংবেদনশীল হোন, সেও হয়তো কিছু খুলে বলতে চায়।