রাম মন্দিদের উদ্বোধনী অনুষ্ঠানের জন্য বারাণসী এবং গুজরাতের বেকারিতে তৈরি হচ্ছে প্রায় ৪৫ টন লাড্ডু। ২২ জানুয়ারি অযোধ্যায় আগত সাধারণ মানুষদের মধ্যে ওই লাড্ডু বিতরণ করা হবে বলে জানা গিয়েছে।
কবে থেকে লাড্ডু তৈরি শুরু হয়েছে?
জানা গিয়েছে, ৬ জানুয়ারি থেকে লাড্ডু তৈরির প্রক্রিয়া শুরু হয়েছে। ২২ তারিখের মধ্যে ওই লাড্ডু পৌঁছে দেওয়া হবে রাম মন্দির কর্তৃপক্ষের কাছে। যা সাধারণ মানুষের মধ্যে বিতরণ করা হবে।
কোথায় তৈরি হচ্ছে লাড্ডু?
ওই বিপুল পরিমাণ লাড্ডু তৈরির জন্য গুজরাত ও বারাণসীর প্রায় প্রতিটি বেকারিতে সারাদিনই কাজ চলছে। বর্তমানে প্রতিদিন প্রায় ১২০০ কেজি করে লাড্ডু তৈরি করা হচ্ছে বলে খবর।