রামমন্দির উদ্বোধনের আগের দিনই আলোয় সেজে উঠল মন্দির চত্বর। পুরো মন্দিরজুড়ে যেন অকাল দিওয়ালি। চলছে সীতা রামের নামে কীর্তন। চারিদিকে উড়ছে ধর্মীয় পতাকা।
অকাল দিপাবলী
শুধু রাম মন্দির নয় পুরো অযোধ্যাজুড়ে আলো দিয়ে সাজানো হয়েছে। অনেক জায়গায় রবিবার থেকেই প্রদীপ জ্বালানো হয়েছে। মূল মন্দিরের সামনের অংশে বিভিন্ন রঙের আলো লাগানো হয়েছে।
ভক্তদের অনুষ্ঠান
রামমন্দির উদ্বোধন উপলক্ষে জড়ো হয়েছেন হাজার হাজার ভক্ত। এছাড়াও বিভিন্ন শিল্পীরা অযোধ্যা গিয়ে নিজেদের মতো করে বিভিন্ন অনুষ্ঠান করছেন। কীর্তনেরও ব্যবস্থা করা হয়েছে।
Read More- অযোধ্যার রামমন্দিরে বিগ্রহের প্রাণপ্রতিষ্ঠা, কড়া নিরাপত্তা মোতায়েন শহরে
এদিকে মন্দিরের উদ্বোধন ঘিরে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। গোটা শহরে ছেয়ে ফেলা হয়েছে পুলিশে। কেন্দ্রীয় বাহিনীকেও দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়াও সাদা পোশাকের গোয়েন্দাদেরও মোতায়েন করা হয়েছে শহরের বিভিন্ন এলাকায়।