সম্প্রতি প্রকাশ পেয়েছে বিশ্ব ক্ষুধাসূচক। আর এবারও সেই তালিকা ঘিরে নিজেদের ক্ষোভ জানাল ভারত। কেন্দ্রের অভিযোগ, দেশের গায়ে কালি লেপতেই এই ভুল তথ্য দেওয়া তালিকা প্রকাশ করা হয়েছে। মোট ১২১টি দেশকে নিয়ে এই তালিকা তৈরি করা হয়েছে। তাতে ভারতের জায়গা হয়েছে ১০৭ নম্বরে। গোটা পদ্ধতিকে ভ্রান্ত বলে অভিযোগ কেন্দ্রের। দিল্লির দাবি, গোটা তালিকায় পদ্ধতিগত ভুল স্পষ্ট ধরা পড়েছে।
এর আগেও, গত বছর প্রকাশিত তালিকা নিয়ে আপত্তি জানানো হয়েছিল। মূলত, যে সূচকগুলিকে মাথায় রেখে এই তালিকা প্রকাশ করা হয়, তারমধ্যে তিনটি শিশুদের নিয়ে। আর এখানেই প্রশ্ন তুলেছে ভারত। দিল্লির প্রশ্ন, তা কী ভাবে মোট জনসংখ্য়ার প্রতিফলন হচ্ছে ?
এছাড়াও অপুষ্টি নিয়েও আপত্তি আছে ভারতের। কারণ, অপুষ্টির অনুপাতের সংখ্যা ধরা হয়েছে জনমনের ভিত্তিতে। আর সেখানে কথা বলে হয়েছে মাত্র তিন হাজার মানুষের সঙ্গে। দিল্লির সাফ কথা, ভারতের মতো দেশে মাত্র তিন হাজার মানুষের মতামত গোটা দেশের মাপকাঠি হতে পারে না।
গত বছর বিশ্বক্ষুধা সূচকে ১০১ তম স্থানে ছিল ভারত। আর এবার
১০৭ তম স্থানে রয়েছে ভারত। উপমহাদেশে পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ ও নেপালের মতো দেশও ভারতের চেয়ে এ বারও ভাল অবস্থানে রয়েছে। তারপরেও ভারতের দাবি, করোনা অতিমারি সময় দেশে যে ভাবে খাদ্যবণ্টনের কাজ হয়েছে, সেটাই উল্লেখ নেই সাম্প্রতিক রিপোর্টে।