মঙ্গলবার রাত বাড়ার সঙ্গে সঙ্গেই কলকাতায় বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। সঙ্গে প্রবল ঝোড়ো হাওয়া। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ আরও শক্তি বাডি়য়েছে বলে আবহাওয়া দফতর সূত্রে খবর। উপকূলবর্তী জেলাগুলিতে নিম্নচাপের প্রভাব বেশি পড়বে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
মঙ্গলবার সকাল থেকেই উপকূলবর্তী জেলাগুলির বেশিরভাগ অংশেই মেঘলা আকাশ ছিল। মঙ্গলবার সকাল থেকেই পূর্ব মেদিনীপুরের কাঁথি, খেজুরি, হলদিয়া এবং দক্ষিণ ২৪ পরগনার সমুদ্র তীরবর্তী অঞ্চলগুলিতে প্রবল বৃষ্টি শুরু হয় দফায় দফায়। সন্ধের পর প্রবল বেগে ঝোড়ো হাওয়া বইতে শুরু করে। দুই মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় প্রবল বৃষ্টির পূর্বাভাস দিয়ে আগেই লাল সতর্কতা জারি করেছিল হাওয়া অফিস। বুধবারও পরিস্থিতি স্বাভাবিক হবে না বলে জানানো হয়েছে।