রাজ্যে নতুন করে কোভিড আক্রান্ত (Covid Affected) হলেন ৭২০ জন। মৃত্যু হয়েছে ১০ জনের। রাজ্য স্বাস্থ্য দফতরের (WB Health Department) রিপোর্ট অনুযায়ী নতুন করে করোনা আক্রান্ত হলেন ১৬ লক্ষ ১১ হাজার ১৮০ জন। রাজ্যে সুস্থতার হার ৯৮.১০ শতাংশ। সক্রিয় কোভিড রোগীর (Covid Patient) সংখ্যা ৭৯১৪।
রাজ্যে কোভিড গ্রাফ কিছুটা কমলেও কলকাতায় (Kolkata) গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হলেন ২১১ জন। মৃত্যু হয়েছে ৪ জনের। উত্তর ২৪ পরগনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১৩৪ জন। রাজ্যে গত ২৪ ঘণ্টায় কোভিড থেকে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৭১৪ জন।
গত ২৪ ঘণ্টায় রাজ্যে মোট ভ্যাকসিন (Vaccine) হয়েছে ৬ লক্ষ ৫৮ হাজার ৪৫৮ জনের।