হাতে তো আর মাত্র কয়েকদিন । তারপরেই দীপাবলি (Diwali) । পরিবারের সঙ্গে, প্রিয়জনের সঙ্গে আলোর উৎসবে (Festival) মেতে ওঠার দিন । কিন্তু, এই দীপাবলিতে প্রিয়জনদের কী উপহার দেবেন ভেবেছেন ? ভাবছেন তো, কী উপহার পেলে আপনার প্রিয়জন খুশি হবেন ? আবার বাজেটটাও(Budget) সাধ্যের মধ্যে হবে । কী উপহার দেওয়া উচিত, কী পেলে সবাই খুশি হবে, আবার বাজেটও সাধ্যের মধ্যে থাকবে, এরকমই একটি বাজেট সহ উপহারের তালিকা থাকল আপনাদের জন্য ।
৫০০ টাকার নিচে বাজেট
যাদের বাজেট ৫০০ টাকার নিচে, তাঁরা বেছে নিতে পারেন ইয়ারফোন(Earphone), হেডসেটগুলি(Headsets) । এছাড়া আপনি অনলাইনে খাবারের প্যাকেট বা চা (Tea) এবং কফি (Coffee) হ্যাম্পারগুলিও বেছে নিতে পারেন । ভ্যানিলা এবং হ্যাজেলনাট স্বাদের কফি থেকে ল্যাভেন্ডার, সবগুলিই পেয়ে যাবেন অনলাইনে । বাজেটের মধ্যে একটু অন্যধরনের উপহার আনন্দ দিতে পারে আপনার প্রিয়জনকে ।
৫০০ থেকে ১০০০ টাকা
মিষ্টি (Sweets) আর চকোলেট (Chocolates) ছাড়া তো দীপাবলি অসম্পূর্ণ । সেক্ষেত্রে চকোলেট তো সেরা উপহার । চকোলেটের হ্যামপার দেখেই খুশি হয়ে যেতে পারে আপনার প্রিয়জন । এছাড়া উপহারের তালিকায় রাখতে পারেন মোজা ও গ্লাভস । সামনেই তো শীতের মরসুম । সেক্ষেত্রে এই উপহারটি কাজে লাগবে । এছাড়া যাঁরা গাছ (Trees) ভালোবাসেন, তাঁদের দিতে পারেন রঙবেরঙের ফুলের গাছ । তাঁদের জন্য এর থেকে ভালো উপহার আর কিছু হবে না ।
১০০০ থেকে ৫০০০ টাকা
এই বাজেটে আপনি উপহার দিতে পারেন আয়ুর্বেদিক(Ayurvedic) কোনও প্রোডাক্ট । স্কিন কেয়ার, হেয়ার কেয়ার এবং বডি কেয়ার জাতীয় উপহার পেলে কেই বা না খুশি হয়ে থাকতে পারবেন । ঘর সাজানোর জন্য টেবিল ল্যাম্প (Table Lamp) বা মিরর ওয়ার্ক কুশনও কিন্তু উপহার দেওয়ার জন্য ভালো বিকল্প । এছাড়া, এই বাজেটে ইনট্যাক্স ক্যামেরাও (Camera) উপহার দিতে পারেন । তবে আপনি যদি সত্যিই আপনার প্রিয়জনকে মুগ্ধ করতে চান, তাহলে তাদের অ্যামাজন ফায়ার টিভি স্টিক(Amazon Fire Tv Stick) , অ্যামাজন ইকো ডট বা এমনকি গুগল হোম মিনি (Google Home Mini) উপহার দেওয়ার কথা ভাবতে পারেন ।
৫০০০ থেকে ১০,০০০ টাকা
এই বাজেটে উপহার দিতে পারেন এয়ার পিউরিফায়ার (Air Purifier) । যাঁরা স্বাস্থ্য সচেতন, তাঁদের জন্য বেছে নিতে পারেন জুসার বা স্মুদি মেকার । তাছাড়াও, আপনি একটি ফিটনেস ট্র্যাকিং ডিভাইসও দিতে পারেন ।