দেশজুড়ে লাগামছাড়া করোনা সংক্রমণের জেরে আগামী পয়লা মে থেকে আঠেরো বছরের ওপরে থাকা সকলের জন্য টিকাকরণের ঘোষণা করেছে কেন্দ্র। কিন্তু দেশের পরিকাঠামো এবং বর্তমান পরিস্থিতি বলছে, জনসংখ্যার মাত্র ১.২ % এখনও পর্যন্ত টিকার দুটি ডোজই পেয়েছে। টিকাকরণের হার দৈনিক ২৭ লক্ষ। এই হারে ৪৫ বছরের ওপরে সবার টিকাকরণ হতে সময় লাগবে আরও ৬ মাস। সেই একই হিসেব ধরে এগোলে ১৮ বছরের বেশি বয়সী সকলকে ভ্যাক্সিনেটেড করতে কেন্দ্রের সময় লাগার কথা ২০ মাস। কেন্দ্রীয় স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য বলছে আসাম, উত্তরপ্রদেশ, বিহারের মতো রাজ্যে টিকাকরণ সম্পন্ন করতে বেশি সময় না লাগলেও গুজরাট, হিমাচলপ্রদেশ, ছত্তিসগড়ে বেশ সময় লাগবে।