করোনার টিকাকরণে ঐতিহাসিক মাইলস্টোন স্পর্শ করেছে ভারত। বৃহস্পতিবার ১০০ কোটি টিকাকরণের মাইলফলক পার করেছে দেশ। সেই সাফল্যকে স্মরণীয় করে রাখতেইল দেশের ১০০টি ঐতিহ্যবাহী সৌধকে জাতীয় পতাকার রঙের আলোয় সাজিয়ে তুলেছে আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া বা পুরাতত্ত্ব বিভাগ। এর মধ্যে রয়েছে ১৭টি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট।
আলোয় সাজানো লালকেল্লা, কুতুব মিনার, ফতেপুর সিক্রি, নালন্দা, খাজুরাহো মন্দির, চার মিনার, চিতোর দুর্গ, গোলকোন্ডা দুর্গ সহ একাধিক সৌধ। এই তালিকায় আছে কলকাতার কারেন্সি বিল্ডিং এবং মেটকাফ হল। রয়েছে কোচবিহারের রাজবাড়িও।
টিকাকরণের সাফল্য নিয়ে টুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে লেখেন, “ইতিহাস গড়ল ভারত। আমরা ভারতীয় বিজ্ঞান, উদ্যোগ ও ১৩০ কোটি জনগণের মিলিত প্রচেষ্টাতেই ভারত ১০০ কোটি করোনা টিকার মাইলফলক পার করল। আমাদের দেশের চিকিৎসক, নার্স ও সমস্ত সমস্ত স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ, যারা এই লক্ষ্যপূরণে সাহায্য করেছেন।''